“যশোরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শ্যামকুড়ে ইউনিয়ন আ.লীগের আলোচনা সভা অনুষ্ঠিত”


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২২, ৮:২৪ অপরাহ্ন / ২৮৬
“যশোরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শ্যামকুড়ে ইউনিয়ন আ.লীগের আলোচনা সভা অনুষ্ঠিত”
“যশোরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শ্যামকুড়ে ইউনিয়ন আ.লীগের আলোচনা সভা অনুষ্ঠিত”
আব্দুল্লাহ আল মামুন, যশোর জেলা প্রতিনিধি –
আগামী ২৪শে নভেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর আগমন উপলক্ষে মনিরামপুর উপজেলার  শ্যামকুড় ইউনিয়ন আ.লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ নভেম্বর (রবিবার) সকালে ১২ নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন আ.লীগের সভাপতি শাহিনুর রহমান শাহিনের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা আ.লীগের তরুণ উদীয়মান নেতা শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মনিরামপুর উপজেলা আ.লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক বাবু অজিত কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা হেরমত আলী, আ.লীগ নেতা বাবর আলী বাবু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এস,এম নজরুল ইসলাম, উপজেলা মানবাধিকার সংস্থানের সভাপতি দীলিপ ব্যানার্জী, উপজেলা জাতীয় শ্রমীকলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম, কামরুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ওয়াহিদ মুরাদ সাগর প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা ও ইউপি সদস্য মোঃ ইকরামুল কাবির, মোঃ ইকবাল হোসেন, সাকাত হোসেন, মহিলা ইউপি সদস্য ছবিরুন্নেছা ছবি, রওশনারা রশিদ, স্বেচ্ছাসেবক লীগের নেতা মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম, মিজানুর রহমান, জি,এম মেহেদী হাসান, সবুজ হোসেন, বাপ্পি, রাশেদসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দরা।