যশোরে ইসলামী আন্দোলনের সমাবেশ ৫ সেপ্টেম্বর


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৩, ৩:৫৯ অপরাহ্ন / ৯৫
যশোরে ইসলামী আন্দোলনের সমাবেশ ৫ সেপ্টেম্বর
আব্দুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধিঃ
পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে  ৫ সেপ্টেম্বর যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ অনুষ্ঠিত হবে। শনিবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে একথা জানানো হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মিয়া মো. আব্দুল হালিম।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং খুলনা বিভাগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন।
এছাড়াও সমাবেশে উপস্থিত থাকবেন  ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শোয়াইব হোসেন, যশোর জেলা সেক্রেটারি মোহাম্মদ আলী সরদার, এসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ এম মহাসিন, সাংগঠনিক সম্পাদক মুফতি আবুজার বিন হাফিজ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাসহ দলের শীর্ষনেতৃবৃন্দ ও যশোরের বিভিন্ন উপজেলা ইউনিয়নের নেতাকর্মীরা।

Bangladesh It Host