যশোরের ঝিকরগাছায় নারীর অধিকার বিষয়ক উই প্রকল্পের শিক্ষার্থীদের জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৩, ৬:৪৭ অপরাহ্ন / ৪৭৫
যশোরের ঝিকরগাছায় নারীর অধিকার বিষয়ক উই প্রকল্পের শিক্ষার্থীদের জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
যশোরের ঝিকরগাছায় নারীর অধিকার বিষয়ক উই প্রকল্পের শিক্ষার্থীদের জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
শাহাবুদ্দিন মোড়ল  :
যশোরের ঝিকরগাছা উপজেলায় নারীর অধিকারের উপর শিক্ষার্থীদের জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন, ট্রেইডক্রাফট এক্সচেঞ্জের অর্থায়নে এবং উলাসী সৃজনী সংঘ ও বিকাশ বাংলাদেশের বাস্তবায়নে সদর ইউনিয়নের কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার (২৫ জানুয়ারী) দুপুর ১২টার সময়  মহিলা সিএসওএস স্কুলে জেন্ডার সমতা ও নারী অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে জন সমাবেশে প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওহিদুজ্জামান ।
ঝিকরগাছা উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশনে সভাপতি মাফরুহা আকবর শিল্পীর সভাপতিত্বে ও নারী উদ্যোক্তা নাসরিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সবুর, ঝিকরগাছা প্রেসক্লাবের সদস্য এমআর মাসুদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মোড়ল, সদস্য নাহিদ হাসান উজ্জল, উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনির, রিজিওনাল কো অর্ডিনেটর কৃষিবিদ মোঃ আনিছুজ্জামান, প্রোগ্রাম কোঅর্ডিনেটর নাসনীন সুলতানা জেনি, উপজেলা ফিল্ড কোঅর্ডিনেটর নার্গিস আখতার, ফয়জুল ইসলাম সহ আরো অনেকে।

সাইকেল যোগে হজ্জে যাওয়া থাইল্যান্ডের নাগরিকের ভারতীয় ভিসা জটিলতার কারনে বেনাপোল দিয়ে ফেরত।আঃজলিল,স্টাফ রিপোর্টারঃ-

বুধবার ইং ২৫শে জানুয়ারি  সকাল সাড়ে ৯ টার দিকে বেনাপোল স্থলবন্দর হয়ে থাইল্যান্ডের নাগরিক MR. BOONNOM PUNYOYAI (Passport No: AC4094800) সাইকেলযোগে হজ্ব করার উদ্দেশ্যে বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনাল হয়ে ভারতে প্রবেশ করেন। পরবর্তীতে তার ইন্ডিয়ান ভিসায় ল্যান্ডপোর্ট দিয়ে যাওয়ার অনুমতি না থাকায় দুপুর সাড়ে ১২ টার দিকে ফেরত পাঠানো হয়। নাগরিক মি বুনম পুনিয়াল বলেন,আমি পুনরায় ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করবো।

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ওই নাগরিকের ভিষা চলমান আছে কিন্ত যেতে দেয়াটা ভারতীয় ইমিগ্রেশানের মর্জির বিষয়।ইচ্ছা করলে তারা তাকে যেতে দিতে পারত। এটা আমাদের বিষয় না।

যশোর, মণিরামপুর পুলিশের অভিযানে মেম্বার সহ ১০ জুয়াড়ি  আটক করেছে ।
আব্দুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর মণিরামপুর উপজেলা চন্ডিপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি কে আটক করেছে মণিরামপুর থানা পুলিশ।থানা সূত্রে জানা যাই, গত মঙ্গলবার রাতে মণিরামপুর সহকারী পুলিশ সুপার মনিরামপুর সার্কেলের এএসপি আশেক সোজা মামুন ও মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের নির্দেশে এসআই আঃ হান্নান, এসআই আবুবকর, এসআই পারভেজের অভিযানে  চন্ডিপুর গ্রামের মেম্বার মাহাবুর রহমানের নিজ বাড়ি থেকে ৮ লিটার বাংলা মদ, ও ৫ লক্ষ ৫৮ হাজার নগত টাকা সহ ১০ জুয়াড়ি  আটক করা হয়। চন্ডীপুর গ্রামের ইউপি সদস্য মাহবুর রহমান,একই গ্রামের রোস্তম আলী সরদারের ছেলে আবদুল হামিদ, মোহনপুরের মজিবুর রহমানের ছেলে রিপন,একই গ্রামের মহাসীন সরদারের ছেলে মাহমুর রহমান,হানুয়ার গ্রামের ইয়ামিন সরদারের ছেলে আব্দুস সালাম, ঝিকরগাছার জাফর নগরের নূর ইসলামের ছেলে সোহাগ হোসেন, সাতক্ষীরার কলারোয়ার কলাটুপি গ্রামের ইব্রাহীম গাজীর ছেলে রফিকুল ইসলাম, যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের মোজাহার বিশ্বাসের ছেলে শহিদ বিশ্বাস, ওই উপজেলার পালবাড়ী এলাকার জামাত আলীর ছেলে রবিউল ইসলাম ও খুলনা সদর উপজেলার বাঘমারা গ্রামের নরেশ রায়ের ছেলে।
মনিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান সাংবাদিকদের জানান আমরা জানতে পারি, দীর্ঘদিন যাবত, চন্ডিপুর গ্রাম সহ বেশ কয়েক জায়গায় জুয়ার বোর্ড বসিয়ে আসছিল।আমরা গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে, চন্ডিপুর গ্রামে অভিযান চালিয়ে, ১০ জন জুয়াড়িকে ৮লিটার বাংলা মদ সহ ৫ লক্ষ ৮৫ হাজার ৩১০ টাকা উদ্ধার করতে পেরেছি।পৃথক দুটি মামলা করে ,আসামিদের যশোর আদালতে পাঠানো হয়েছে।মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান আরো বলেন মাদক,ও জুয়াড়ি,সন্ত্রাস, নির্মুল করার লক্ষে আমাদের অভিযান চলমান থাকবে।