যশোরের কেশবপুরে মধুমেলার স্টল বরাদ্দের ডাক অনুষ্ঠিত হয়েছে।
রনি হোসেন, কেশবপুর –
কেশবপুরে মধুমেলা উপলক্ষে রোববার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে বিভিন্ন স্টল বরাদ্দের ডাক অনুষ্ঠিত হয়েছে। মেলায় সার্কাস, যাদু প্রদর্শনী, মৃত্যুক‚প, শিশু বিনোদন, পার্কিং গ্যারেজ, ফার্ণিচারসহ বিভিন্ন স্টল বরাদ্দের জন্য ওই উন্মুক্ত ডাক অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আরিফুজ্জামান, কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস প্রমুখ।
উন্মুক্ত ডাকে সার্কাস, যাদু প্রদর্শনী, মৃত্যুক‚প, পার্কিং গ্যারেজ স্টল পেয়েছেন মধ্যকুলের মফিজুর রহমান এবং শিশু বিনোদন ও ফার্ণিচার স্টল পেয়েছেন আলতাপোলের শহিদুজ্জামান শহিদ। আগামী ২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কেশবপুরের সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপি এ মধুমেলা অনুষ্ঠিত হবে।
ঝিকরগাছায় শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :
অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে যশোরের ঝিকরগাছা পৌরসদরের রেলওয়ে স্টেশন সংলগ্ন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্ণিং হোম’র সকল শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে নতুন বছরের প্রথম দিনের বই বিতরণ উৎসবের সভাপতিত্ব করেন সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস স্কুলের অধ্যক্ষ মাসুমা মিম। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, রওশনারা শিখা, শারমিন আফরোজ ইভা, সাবিনা হিরা, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, সবুজ আক্তার, রঞ্জিত কুমার, রুমানা শারমিন, পারভিন আকতার, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।