ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস পালিত হয়।


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৩, ৭:১৮ অপরাহ্ন / ৩৯৪
ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস পালিত হয়।
ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস পালিত হয়।
মাহাবুবুল আলম সোহাগ, ময়মনসিংহ:
ময়মনসিংহ: ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত ১২.১ মিনিটে নগরীর টাউনহল কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন মসিক সিটি কর্পোরেশনের মেয়র এবং মহানগর আঃ লীগের সভাপতি ইকরামুল হক টিটু, সংসদ সদস্য মনিরা সুলতানা মনি,বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসরেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক মো: মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষ।
দিবসটি উপলক্ষ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, বাংলাদেশ শিশু একাডেমি, ময়মনসিংহ এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা (রচনা, চিত্রাংকন, সুন্দর বাংলা হাতের লেখা) আয়োজন করা হয়। জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খোলা ট্রাকে আনন্দমোহন কলেজ চত্বর, ময়মনসিংহ মেডিকেল কলেজ প্রাঙ্গণসহ বিভিন্ন সড়ক দ্বীপসমূহে দেশাত্ববোধক সংগীত পরিবেশন করে।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমিতে বিকাল ৪.০০টায় আলোচনা সভা এবং একুশের চেতনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভাষা আন্দোলনে শহিদদের স্মরণে সূর্যোদয়ের সাথে সাথে এদিন জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। জেলার সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত প্রার্থনা করা হয়।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। 
মাহাবুবুল আলম সোহাগ, ময়মনসিংহ:
গতকাল সোমবার  সকাল ১০ টায় নগর ভবন প্রাঙ্গণে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এ ক্যাম্পেইনে সকাল ০৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সিটি কর্পোরেশনের ৫ টি স্থায়ী ও ৩০১ টি স্থায়ী কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩৪১ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী ৫৭ হাজার ১২১ জন শিশুকে একটি লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের।
ক্যাম্পেইন উদ্বোধনকালে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চান প্রতিটি মানুষ নিরাপদ থাকুক। সে লক্ষ্যকে সামনে রেখে প্রতিবছর এ ক্যম্পেইন করা হয়। এবার সিটি কর্পোরেশনের প্রায় ৬৬ শিশুকে এবার ভিটামিন এ খাওয়ানো হবে। ইতোপূর্বে সকল ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন করতে পেরেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এ অর্জন এবারও অব্যাহত থাকবে।
উদ্বোধনকালে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, সংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা পারভীন, ভারপ্রাপ্ত সচিব অন্নপূর্ণা দেবনাথ, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, স্বাস্থ্য বিভাগসহ অন্য বিভাগের কর্মকর্তা কর্মচারিবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।