“ময়মনসিংহে ৪৯তম গ্রীষ্মকালীন হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত”


প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২২, ৫:২৪ অপরাহ্ন / ৬৫৯
“ময়মনসিংহে ৪৯তম গ্রীষ্মকালীন হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত”
ময়মনসিংহে ৪৯তম গ্রীষ্মকালীন হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাহাবুবুল আলম সোহাগ,  ময়মনসিংহ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ময়মনসিংহ উপ অঞ্চলের ৪৯তম গ্রীষ্মকালীন হ্যান্ডবল ও কাবাডি (ছাত্রী) প্রতিযোগিতা- ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের বিদ্যালয় পরিদর্শক রওশন আরা খান, জেলা ক্রীড়া অফিসার মোঃ আব্দুল বারী। সকালে অনুষ্ঠেয় কাবাডি খেলায় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে জামালপুর সদরের মুন মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয় এবং রানারআপ হয়েছে নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়। অপরদিকে দুপুরে হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে জামালপুর শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ গার্লস স্কুল এন্ড কলেজ ও রানারআপ অর্জন করেছে গৌরীপুর বালিকা উচ্চ বিদ্যালয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।