“ময়মনসিংহে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান- ঐক্য পরিষদের গণঅনশন”


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২২, ৭:০৯ অপরাহ্ন / ৩৫০
“ময়মনসিংহে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান- ঐক্য পরিষদের গণঅনশন”
“ময়মনসিংহে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান- ঐক্য পরিষদের গণঅনশন”
মাহাবুবুল আলম সোহাগ, ময়মনসিংহ –
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলমান এক জাতি এক প্রাণ ধর্মীয় রাষ্ট্র নয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই, মানবাধিকারের সংগ্রাম চলছেই চলবেই এই শ্লোগানে ময়মনসিংহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা, মহানগর, সদর ও উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ৭ দফা দাবি বাস্তবায়নে সকাল-সন্ধ্যা গণঅনশন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার রেলওয়ে কৃষ্ণ চুড়া চত্বরে এ কর্মসুচী পালন করা হয়। ময়মনসিংহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এড. বিকাশ রায়ের সভাপতিত্বে ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায়ের সঞ্চালনায় গণঅনশনে বক্তব্য রাখেন-হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক ডাক্তার সুজিত বর্মন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগরের সভাপতি এড. প্রশান্ত দাস চন্দন, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জাসদের সাধারণ সম্পাদক এড. শিবির আহমেদ লিটন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শংকর সাহা, সদর উপজেলার সাধারণ সম্পাদক অধ্যাপক জুয়েল রায় চৌধুরী, তারাকান্দা উপজেলার সভাপতি প্রদীপ চক্রবর্তী, এনপিএস বিভাগীয় কমিটির সভাপতি লিটন দাসসহ জেলা মহানগর ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তাগণ সাত দফা দাবি জানিয়ে বক্তব্যে বলেন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, বৈষম্য বিলোপ আইন প্রনয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যপন আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন ও সমতলের আদিবাসীদের পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা মহানগর ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ সহ প্রমুখ। এর আগে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদ ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক গৌতম কর্মকারের নেতৃত্বে সকাল-সন্ধ্যা গণ অনশনে বিশাল মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন যুব ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক দিলীপ পাল এবং বাসুদেব দেবনাথ সদস্য সচিব তন্ময় রায়। এ সময় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান যুব ঐক্য পরিষদ ময়মনসিংহ মহানগর শাখার সদস্য মনোরঞ্জন সিংহ রনি, গৌতম সরকার, প্রদীপ সিংহ, সুমন পাল, বিজন কর, পিন্টু পাল, অরুপ, রানা রায়, রাজন দেবনাথ ও সুমন সরকারসহ প্রমুখ।