ময়মনসিংহে সাফ ফুটবল জয়ী নারী-ফুটবলারদের সংবর্ধনা
মাহাবুবুল আলম সোহাগ, ময়মনসিংহঃ
সাফ চ্যাম্পিয়নশিপ -২০২২ জয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন(মসিক)। গতকাল(১৩ অক্টোবর) জয়নুল উদ্যান বৈশাখী মঞ্চে ময়মনসিংহের ৮ জন কৃতি নারী ফুটবলারকে সংবর্ধনা প্রদান করেছেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এতে নারী ফুটবলারদের ফুলেল সংবর্ধনায় বরণ করা ছাড়াও প্রত্যেককে ক্রেস্ট ও ৫০ হাজার টাকা প্রদান করা হয়। সংবর্ধনায় নারী খেলোয়াড় মারিয়া মান্দা অনুপস্থিত থাকায় তার পক্ষে কলসুন্দর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মালা রানী সরকার ক্রেস্ট ও অন্যান্য উপহার গ্রহণ করেন।সিটির সর্বস্তরের মানুষ এ সংবর্ধনায় উপস্থিত হয়ে নারী ফুটবলারদের অর্জনের গৌরবে উদ্ভাসিত হয়। সংবর্ধনার শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানের মসিক মেয়র জানান, সাফ জয়ী নারী ফুটবলাররা বিশ্ব অঙ্গণে আমাদের মর্যাদা বৃদ্ধি করেছে। আমাদের এনে দিয়েছে শ্রেষ্ঠত্বের পুরস্কার। আমরা গর্বিত। এ গর্বের অংশীদার ৮ নারী ফুটবলার, আমাদের ময়মনসিংহের সন্তান। এ অনুভূতি অসাধারণ। আমরা ময়মনসিংহের এ নারী ফুবলারদের পাশে আছি। তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগে দেশের প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড়রাও আজ জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগ পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার মাধ্যমে এ ধারাকে অব্যাহত রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণেই এ সাফল্য সম্ভব হয়েছে। অনুষ্ঠানে সংবর্ধিত খেলোয়াড় সানজিদা আক্তার বলেন, ময়মনসিংহবাসী সবসময় আমাদের পাশে ছিলেন। তাদের ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। সকলের ভালোবাসায় যে সাফল্য আমরা অর্জন করেছি, তা অব্যাহত থাকবে।
এ সংবর্ধনায় আরও উপস্থিত ছিলেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, মসিকের প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ, কলসুন্দর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মালা রানী সরকার ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
Attachments area