ময়মনসিংহে, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৩, ৭:০৬ অপরাহ্ন / ৫৪৪
ময়মনসিংহে, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মাহাবুবুল আলম সোহাগ, ময়মনসিংহ –
ময়মনসিংহে মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের আয়োজনে বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে কলেজ মাঠ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহেরের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক (বাংলা) মোঃ আশরাফুল হক ও সহযোগী অধ্যাপক (ইংরেজি) খন্দকার আতিকুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মনিরা সুলতানা এমপি।
বক্তব্য মসিক মেয়র বলেন, ক্রীড়া চর্চার সাথে সম্পৃক্ত থেকে সুন্দর সমাজ, সুন্দর মন ও সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক।সমাজ বিনির্মাণে সামাজিক উন্নয়নে সম্পৃক্ত হয়ে নারীদের ভূমিকা রাখতে হবে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে নারী বান্ধব শিক্ষা সহায়ক পরিবেশ পেয়েছি।নারী বান্ধব শিক্ষা সহায়ক পরিবেশ, মেধা ও সুযোগ কাজে লাগিয়ে দেশের জন্য কাজ করার আহবান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ এহতেশামুল আলম।সমন্বয়ক উপাধ্যক্ষ প্রফেসর তাহমিনা পারভীন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন- সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম। আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ইনডোর ও আউটডোর ৫৭ জন বিজয়ীর মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া উদযাপন কমিটির আহবায়ক আলাউদ্দিন, শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ, মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিবসহ অত্র কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
গৌরীপুরে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৩ জানুয়ারী) বিকালে পৌর শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৬জানুয়ারী থেকে শুরু হওয়া এ ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার ৪ টি ভেন্যুতে ৪৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।  প্রতিযোগিতায় ৩০ টি ইভেন্টে ৯২ জন প্রতিযোগী বিজয়ী হয়।
ইউএনও ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল,পিআইও সোহেল রানা পাপ্পু, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, আল মুক্তাদির শাহীন, নেজামুল হক, একাডেমিক সুপার ভাইজার কমল  কুমার রায় প্রমুখ।
ময়মনসিংহে স্বপ্না খন্দকারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।
মাহাবুবুল আলম সোহাগ, ময়মনসিংহ:
বাংলাদেশ মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক স্বপ্না খন্দকার এর উদ্যোগে সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় চড়পাড়াস্থ আল বারাকা কমিউনিটি সেন্টারে শীতবস্ত্র হিসেবে তিন শতাধিক কম্বল বিতরণ করেন।
হতদরিদ্র অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।
বাংলাদেশ মানবাধিকার সামাজিক কল্যাণ পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী গোলাম মোস্তফা বাবু’র সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি বেজড্ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. জিন্নাতুন নাহার এগনিস, মানবাধিকার সামাজিক কল্যাণ পরিষদের সহ-সভাপতি ইউসুফ আলী রিমন, ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য আবদুল্লাহ আল মামুন আরিফ, এ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি মশিউর রহমান প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মানবাধিকার, সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র গ্রহীতা শীতার্ত নারী-পুরুষগণ স্বপ্না খন্দকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পবিত্র রমজান মাস, ঈদ সহ যেকোন উৎসবে আপদে-বিপদে তিনি সবসময় এলাকাবাসীর পাশে থাকেন ও সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
বাংলাদেশ মানবাধিকার সামাজিক কল্যাণ পরিষদের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম- আহবায়ক স্বপ্না খন্দকার বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমি সবসময় মানবতার সেবায় নিয়োজিত রয়েছি এবং আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ও ব্যক্তিগত উদ্যোগে শীতার্তদের জন্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য স্বপ্না খন্দকার করোনাকালীন সময়ে নিজ জীবনের ঝুঁকি নিয়ে কর্মহীন মানুষকে খাদ্য উপহার, অর্থ সহায়তা প্রদান করেন এবং তিনি বিগত বছরগুলোতে রমজান মাসে রোজাদারদের মাঝে খাদ্য উপহার  বিতরণ, ঈদ উপহার সহ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
যুবলীগ নেতা আব্দুল্লাহ্ আল -মামুন উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
মাহাবুবুল আলম সোহাগ, ময়মনসিংহ:
ময়মনসিংহ জেলা যুবলীগ নেতা ও মানবিক বাংলাদেশ সোসাইটি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল -মামুন এর উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে প্রধান অতিথি কম্বল বিতরণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান ২৩ জানুয়ারি সোমবার  সন্ধ্যায় নগরীর ১৫ নং ওয়ার্ড  মাসকান্দা মাদরাসা রোডে অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ আব্দুল্লাহ্ আল মামুন এর সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু বলেন, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এই মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য  ছোট ভাই জেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুনকে ধন্যবাদ জানাই। মামুন এই মহতি উদ্যোগ চলমান থাকুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা যুবলীগ নেতা ইমরান জাহান বাবু, সদর উপজেলা যুবলীগ নেতা রাশেদুজ্জামান রোমান ও সভাপতি জিল্লুর রহমান মুন্না ১৫ নং ওয়ার্ড,১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক  আশরাফুল জামান মিলন,  ,২৬ নং ওয়ার্ড আহ্বায়ক মোঃ কাদির মড়ল, ময়মনসিংহ মহানগর এর ১০ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ সেলিম সাজ্জাদ সেলিম, তাতী লীগ নেতা সাইফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ সোহেল মিয়া ও মোখলেছুর রহমান শান্ত, মহানগর  ১৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ তাইজুদ্দীন ও এবং ১৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা  সারোয়ার, ফাহিম সহ প্রমুখ।
সবজি ও মৎস্য চাষ সহ জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করায় পুরস্কৃত ওসি রাশেদ।  
মাহাবুবুল আলম সোহাগ,  ময়মনসিংহ:
মাসিক কল্যাণ সভায় সবজি ও মৎস্য চাষ সহ জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য পাগলা থানার ওসি রাশেদুজ্জামান রাশেদকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম।
গতকাল ২২ জানুয়ারি ২০২৩ ইং তারিখ ময়মনসিংহ জেলা পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূইয়া পিপিএম। অনুষ্ঠানে ডিসেম্বর/২২ ইং মাসে বিভিন্ন সফলতা মূলক কাজের জন্য পুলিশ সুপার বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কার প্রদান করেন।
ওসি রাশেদুজ্জামান রাশেদ জানান,আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান।বাবা’র আদর্শকে বুকে ধারন করে মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী’র বিভিন্ন নির্দেশ বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। জমির এক ইঞ্চি জায়গাও যেন খালি না থাকে সে লক্ষ্য  মাননীয় প্রধানমন্ত্রীর কথা বাস্তবায়নে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম এর নির্দেশনায় থানার চত্বরে পতিত জমিতে সবজি, মাছ চাষ সহ  ফুলের বাগান করতে নিজেকে বিলিয়ে দেই।স্যারের সহযোগিতা আমাকে অনুপ্রেরণা যোগান দেয়। থানায় সেবা নিতে আসা মানুষের মনকে প্রফুল্ল করতে থানা চত্বরে সবজি চাষ, মৎস চাষ, ফুলের বাগান করে মনোমুগ্ধকর এক পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছি।পতিত জমি সর্বোচ্চ ব্যবহারের নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই থানার চারপাশে পতিত জমিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।