“ময়মনসিংহে ফুটপাত শ্রমিকলীগের পুনর্বাসনের দাবিতে  মানববন্ধন”


প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২২, ৪:৩২ অপরাহ্ন / ৩০৫
“ময়মনসিংহে ফুটপাত শ্রমিকলীগের পুনর্বাসনের দাবিতে  মানববন্ধন”
“ময়মনসিংহে ফুটপাত শ্রমিকলীগের পুনর্বাসনের দাবিতে  মানববন্ধন”
মাহাবুবুল আলম সোহাগ , ময়মনসিংহ :
“ভাত চাই, কাজ চাই, সৎ পথে বাঁচাতে চাই” এই স্লোগানে ময়মনসিংহে হকার্সদের পুনর্বাসনের দাবিতে ও হকার্সদের মালামাল নিয়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্টেশন রোড-গাঙ্গিনাপাড় ফুটপাত শ্রমিকলীগ। মঙ্গলবার (২৫ অক্টোবর)  বিকেলে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে প্রায় দুই শতাধিক হকার্স- শ্রমিকরা ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন- মোঃ সজিব মিয়া, মোঃ শরীফ মিয়া, সুজিত সাহা, মোঃ শাহরুখ, মোঃ নূর ইসলাম, মোঃ মিলন মিয়া,মোঃ জাহিদ মিয়া, মোঃ নাসির উদ্দিন, মোঃ জনি, মোঃ তৌকির, মোঃ মাহবুব, মোঃ সবুজ, বিলাশসহ প্রমুখ। এসময় বক্তারা বলেন, আমাদের স্থায়ী পুনর্বাসন  চাই। স্থায়ী পুনর্বাসন  না দেওয়া পর্যন্ত প্রতিদিন অফিস আদালত বন্ধের পর বিকেল ৪টার পর দোকান করতে চাই। আমরা প্রায় দীর্ঘ ১০ বছর যাবত ফুটপাতে ব্যবসা করে আসছি। প্রতিদিন পুলিশ আমাদের পাঁচবার হয়রানি করে এবং আমাদের মালামাল নিয়ে যায়। আমরা কখনো মালামাল ফেরত পাই আবার কখনো পাইনা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরো বলেন, আপনারা কেন আমাদেরকে হয়রানি করেন, আমরা কি এই শহরের নাগরিক না। সকলেই ব্যবসা করতে পারলে আমরা কেন পারব না। আমরা চার মাস যাবত ফুটপাতে দোকান করতে পারছি না। আমরা এখন মানবেতর জীবনযাপন করছি। আমাদেরকে হয়নি করা বন্ধ করুন। আমাদেরকে কঠোর আন্দোলন করতে বাধ্য করবেন না। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চাই। এ শহরে অনেক সরকারি খাস জমি রয়েছে। আমাদেরকে সেখানে পুনর্বাসন করুন। সুশীল সমাজের দোহাই দিয়ে আমাদের পেটে লাথি মারবেন না। আমাদের পরিবার-পরিজনকে নিয়ে দু’মুঠো ডাল-ভাত খেয়ে বাঁচতে দিন। এ সময় উপস্থিত ছিলেন স্টেশন রোড গাঙ্গিনাপাড় ফুটপাত হকার্স শ্রমিক লীগের অন্যান্য নেতৃবৃন্দসহ সর্বস্তরের ফুটপাত হকার্স শ্রমিকরা।