“ময়মনসিংহে কৃষিমেলার উদ্বোধন”
মাহাবুবুল আলম সোহাগ (ময়মনসিংহ) –
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর, ময়মনসিংহ এর আয়োজিত মেলায় ফিতা কেটে উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসাইন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান ( শাহীন)। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা ইয়াসমিন। অতিরিক্ত কৃষি অফিসার জুবায়রা বেগম সাথী এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি ও তথ্য যোগাযোগ বিশেষজ্ঞ এ,এস,এম ফারহানা হোসাইন, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, সদর উপজেলা আ.লীগের সভাপতি মোঃ আব্দুস ছালাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, কৃষক নূর হাবিব প্রমুখ। মেলায় ১২ টি স্টল খোলা হয়েছে।