“মেহেরপুরে বিএনপি’র বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত”
স্টাফ রিপোর্টারঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সন্ত্রাস ও পুলিশের গুলিতে নিহত শহীদ আব্দুর রহিম, নূরে আলম, শাওন প্রধান, শহিদুল ইসলাম শাওনসহ যে সকল সহযোদ্ধাদের রক্ত রাজপথকে রক্তাক্ত করেছে তারই আলোকে কেন্দ্রীয় ঘোষিত আগামী ২২ অক্টোবর-২০২২ খুলনা বিভাগীয় গণ-সমাবেশ সফল করার লক্ষে মেহেরপুর জেলা বিএনপি’র বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর), দুপুরের দিকে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুণের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় বিএনপি’র ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
এসময় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দলসহ বিএনপি ও এর অংগসমূহের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
মাজিদ আল মামুন
মেহেরপুর প্রতিনিধি
০১৯১৫৩৫১৪৯৮