“মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন”


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২২, ৫:৫৯ অপরাহ্ন / ২৮৪
“মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন”
“মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন”
স্টাফ রিপোর্টারঃ
মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২অক্টোবর), সকালে জেলা প্রশাসন, মেহেরপুর ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), মেহেরপুর সার্কেলের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।  শোভাযাত্রাটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। এসময় শোভাযাত্রায় নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভুঁইয়া।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভুঁইয়া, জেলা ট্রাফিক ইন্সপেক্টর ফেরদৌস হাসান, বিআরটিএ ইন্সপেক্টর জিয়াউর রহমান ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব। এসময় এনডিসি গোলাম রব্বানী, জেলা নিরাপদ সড়ক চাই আন্দোলনের সহ-সভাপতি রশিদ হাসান খানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মাজিদ আল মামুন
মেহেরপুর প্রতিনিধি
০১৯১৫৩৫১৪৯৮

Bangladesh It Host