মেহেরপুরে অসহায় ও অসুস্থ্য ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২২, ৭:৪৯ অপরাহ্ন /
৬৮২
মেহেরপুরে অসহায় ও অসুস্থ্য ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মাজিদ আল মামুন, মেহেরপুর-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর ত্রান তহবিল হতে মেহেরপুরে অসহায় ও অসুস্থ্য ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর), বিকেলের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি’র মেহেরপুর কার্যালয় হতে আনুষ্ঠানিক ভাবে এ চেক বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও অসুস্থ্য ব্যক্তিদের মাঝে চেক তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। এসময় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের ১৯ জন ব্যক্তির মাঝে ৮ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। চেক বিতরণী অনুষ্ঠানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
মাজিদ আল মামুন
মেহেরপুর প্রতিনিধি
০১৯১৫৩৫১৪৯৮
আপনার মতামত লিখুন :