মাধবপুরে বছরের প্রথমদিনে ছাত্র-ছাত্রীদের মাঝে বই তুলে দিলেন বিমান-প্রতিমন্ত্রী ।
প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৩, ৮:০১ অপরাহ্ন /
৫৮৯
মাধবপুরে বছরের প্রথমদিনে ছাত্র-ছাত্রীদের মাঝে বই তুলে দিলেন বিমান-প্রতিমন্ত্রী ।
নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি-
নতুন বছরের প্রথম দিনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রতিটি স্কুলে স্কুলে নতুন (বই)পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছসিত হবে কোমলমতি শিক্ষার্থীরা।
রবিবার সকাল ১০ টায় পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বই পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে প্রধান অতিথি উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মোঃ মাহবুব আলী এমপি।উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সানের সভাপতিত্বে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন,থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক,প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব মোছাব্বির হোসেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর শাখার সভাপতি সাইফুল হক মির্জা প্রমুখ।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক বৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সমুহের নেতৃবৃন্দ,ছাত্র ছাত্রীদের অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এড, মোঃ মাহবুব আলী এমপি বলেন,বিশ্বের কোনো দেশেই নতুন বছরের প্রথম দিনে দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্টানের ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের আয়োজনের নজির নেই।এই নজিরবিহীন কাজটি বাংলাদেশে সম্ভব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনা।তার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। জাদুর মেট্রোরেলের যুগে প্রবেশ করেছি প্রধানমন্রীর নেতৃত্বে। সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রম।
বার্তা প্রেরক
নাহিদ মিয়া
মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি।
০১৭৫২১৮২৪৬৭
তাহিরপুরে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা হয়েছে।
শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-
সারা দেশের ন্যায় তাহিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা হয়েছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়, তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, তাহিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধ্য তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা হয়।
তাহিরপুর উপজেলার এসব শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, সহকারী কমিশনার(ভূমি) মো. আসাদুজ্জামান রনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা অধ্যক্ষ মুহিবুর রহমান, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জাহিদ হাসান, প্রভাষক আসিকুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক রজব আলী, মডেল সরকারী প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক মীরা রানী জোয়ারদার প্রমূখ ।
শওকত হাসান
তাহিরপুর, সুনামগঞ্জ
১.১.২৩
আপনার মতামত লিখুন :