মাধবপুরে পুষ্টি বিষয়ক ওরিয়েন্টেশনে আগত শিক্ষক শিক্ষিকাকে নামমাত্র যাতায়াত ভাতা দেওয়ায় অংশগ্রহনকারীদের  মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।


প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২২, ৪:২৮ অপরাহ্ন / ৪৩৭
মাধবপুরে পুষ্টি বিষয়ক ওরিয়েন্টেশনে আগত শিক্ষক শিক্ষিকাকে নামমাত্র যাতায়াত ভাতা দেওয়ায় অংশগ্রহনকারীদের  মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
মাধবপুরে পুষ্টি বিষয়ক ওরিয়েন্টেশনে আগত শিক্ষক শিক্ষিকাকে নামমাত্র যাতায়াত ভাতা দেওয়ায় অংশগ্রহনকারীদের  মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি-
মাধবপুরে উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষকদের জন্য মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কৈশোরকালীন পুষ্টি বিষয়ক ওরিয়েন্টেশনে দূরদূরান্ত থেকে আগত শিক্ষক শিক্ষিকাকে নাম মাত্র যাতায়াত ভাতা দেওয়ায় অংশগ্রহনকারীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। সোমবার (২৮ নভেম্বর) জগদীশপুর যোগেশচন্দ্র হাইস্কুল এন্ড কলেজে অনুষ্টিত এ ওরিয়েন্টেশন কর্মসূচীতে মাধবপুর ও লাখাই উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩৬ জন শিক্ষক অংশ নেন।সকালে ওরিয়েন্টেশন কর্মসূচীর উদ্বোধন করেন মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন।রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তারেকউজ্জামান ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাজরীন মজুমদার। অন্যান্যদের মধ্যে একাডেমিক সুপারভাইজার রোখসানা পারভিন ও জগদীশপুর যোগেশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল্লাহ ভুইয়া উপস্থিত ছিলেন। দুপুরে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ ওরিয়েন্টেশন কর্মসূচী পরিদর্শনে আসলে অংশগ্রহনকারী শিক্ষকদের অনেকেই নামমাত্র যাতায়াত ভাতা প্রদানের বিষয়ে তাদের ক্ষোভের কথা জানান।রুহুল্লাহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবেন বলে তাদের আশ্বস্ত করেন। নিউট্রিশন ইন্টারন্যাশনাল নামক একটি কানাডিয়ান উন্নয়ন সংস্থা এই ওরিয়েন্টেশন কর্মসূচীর অর্থায়ন করেছে।সংস্থাটির ন্যাশনাল প্রোগ্রাম অফিসার শিরিন আফরোজার সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি স্বীকার করেন যে আসলেই শিক্ষকদের যে টাকা দেয়া হচ্ছে তা বলার মতো না।তবে এ বিষয়ে কিছু না লেখাই বেটার -বলেন তিনি।
“মাধবপুরে নবাগত ইউএনও’র সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় অনুষ্ঠিত”
নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে নবাগত ইউএনও মনজুর আহসানের সাথে উপজেলা প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) সকালে মাধবপুর উপজেলা সম্মেলন সভাকক্ষে ৩য় তলায় উপজেলা প্রশাসনের আয়োজনে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।  এ মতবিনিময় সভায় সঞ্চালনায় করেন  উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান, বিশেষ অতিথি ছিলেন, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ এরশাদ আলী, যুগ্ম আহ্বায়ক শংকর পাল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জুলহাস উদ্দিন রিংকু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী, উপজেলা প্রকৌশলী শাহ আলম, তোফাজ্জল হোসেন চৌধুরী, হামিদুর রহমান, ইয়াসিন তন্ময়, শেখ জাহান রনি, নাহিদ মিয়া,আক্তার হোসেন, ত্রিপুরারী দেবনাথ তিপু,মশিউর রহমান,শাহ আলম সহ প্রমূখ। পরে নবযোগদান কৃত মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ ইউএনও,মনজুর আহ্সান কে ফুললে শুভেচ্ছা ও সম্মাননা স্বারক প্রদান করেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
বার্তা প্রেরক
নাহিদ মিয়া
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
০১৭৫০০০৪৬৭৫
০১৭৫২১৮২৪৬৭

 

“নবীগঞ্জ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত”
স্বপন রবি দাশ,নবীগঞ্জ, (হবিগঞ্জ) থেকেঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ঘটিকায় সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ারের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলওয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ, উপজেলা স্বাস্থ্য প,প কর্মকর্তা ডা: আব্দুস সামাদ, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সৈয়দ খালেদুর রহমান খালেদ, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, ইজাজুর রহমান, দেলোয়ার হোসেন, নোমান হোসেন প্রমুখ। এছাড়াও কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত, চুরি ও মাদকমুক্ত, উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সনজিৎ সেন পরীক্ষা চলাকালীন সময়ে আইন বহির্ভূত কলেজ ক্যাম্পাস মাঠে গাড়ির ড্রাইভিং শিখা বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রেরক
স্বপন রবি দাশ
নবীগঞ্জ( হবিগঞ্জ)প্রতিনিধি
মোবাইলঃ ০১৭০৩-৫৬৮৮৯৭
তারিখঃ২৮-১১-২০২২ইং