মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সর্বসাধারনের জন্য উম্মুক্ত রাখা হয় কোস্ট গার্ডের দুইটি যুদ্ধ জাহাজ।


প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৩, ১১:৪২ অপরাহ্ন / ২৮৭
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সর্বসাধারনের জন্য উম্মুক্ত রাখা হয় কোস্ট গার্ডের দুইটি যুদ্ধ জাহাজ।
মেহেদি হাসান নয়ন, বাগেরহাট
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের যুদ্ধ জাহাজ’বিসিজিএস কামরুজ্জামান এবং বিসিজিএস তানভীর সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত সর্বসাধারনের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।
রবিবার(২৬ মার্চ)সাকাল থেকে কোষ্টগার্ড মোংলা পশ্চিম জোনের যুদ্ধ জাহাজ দুটি পরিদর্শন করতে খুলনা-মোংলা এবং এর আশপাশের এলাকা হতে আগত দর্শনার্থীরা কোস্ট গার্ডের যুদ্ধ জাহাজ ঘুরে দেখা এবং অনেক অজানা ইতিহাস সচক্ষে দেখে জাহাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে আগত দর্শনার্থী
ধন্যবাদ জানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে।
এছাড়াও জাহাজটি সম্পর্কে মানুষের কৌতুহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন দ্বায়িত্বশীল কর্মকর্তাগণ, যুদ্ধো জাহাজটির দৈর্ঘ ৮৭ মিটার ও প্রস্থ ১০.৫ মিটারে আধুনিক অস্ত্রশস্ত্র সরঞ্জাম নিয়ে গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকান্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৗশল সম্পর্কে জানতে পেরে সকলেই খুশি মনে বাড়ি ফিরে এবং জনসাধারণের মাঝে বাংলাদেশ কোস্টগার্ড সম্পর্কে ইতিবাচক দিক প্রকাশ পায়।
জাহাজের অধিনায়ক কমান্ডার মীর মোহাম্মদ মাহাবুবুল হাসান বলেন প্রতি বছর এ দিনটি বাঙ্গালী জাতি বিশেষভাবে পালন করে থাকে। এ উপলক্ষে প্রতি বছর কোষ্টগার্ড যুদ্ধ জাহাজ উন্মুক্ত রাখে জনসাধারণের জন্য এতে একদিকে যেমন আগত দশনাথীরা জাহাজের অজানা তথ্য জানতে পারে এভাবে কোষ্টগাড জনসেবায় নিজেদেরকে নিয়জিত রাখবে এমনটাই প্রত্যাশা সকলের।##