“ময়মনসিংহে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত”


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২২, ৫:৩৮ অপরাহ্ন / ৪৭৯
“ময়মনসিংহে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত”
“ময়মনসিংহে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত”
মাহাবুবুল আলম সোহাগ, ময়মনসিংহ –
ময়মনসিংহে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষ্যে পুরষ্কার বিতরণী ও  সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদর উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইঁয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ন‍্যাপের পরিচালক (যুগ্নসচিব) মোঃ ফরিদ আহমেদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহীন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা ইয়াসমিন,  কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, সহকারী কমিশনার (ভূমি) এইচ এ ইবনে মিজান, সিরতা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মেলায় অংশগ্রহণকারী সদর উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ। আলোচনা শেষে মেলায় অংশগ্রহণকারী ১৬টি স্টলের ২৬টি প্রতিষ্ঠানের মধ‍্যে ৩টি প্রতিষ্ঠানকে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করায় পুরষ্কৃত করা হয়। এছাড়াও অনলাইনে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণী বিভিন্ন শিক্ষার্থীদের মধ‍্য থেকে বিজয়ী ৫জনকে শুভেচ্ছা পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। পুরষ্কার বিতরন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“ময়মনসিংহে জাতীয় পার্টির গনতন্ত্র দিবস পালিত”
মাহাবুবুল আলম সোহাগ , ময়মনসিংহ :
গণতন্ত্র দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাফিজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক গোলাম সারোয়ার তপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জাতীয় পার্টির সদস্য সচিব সালাহ উদ্দিন আহমেদ মুক্তি। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির এনজিও বিষয়ক সম্পাদক মোঃ হাফিজ উদ্দিন মাস্টার। এছাড়াও বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য স্বপন মন্ডল, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক প্রিন্স দুলালসহ প্রমুখ।