বড়লেখায়  রাস্তা পাকাকরনের  ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিবেশ, মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি। 


প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৩, ৮:০৬ অপরাহ্ন / ৩০৮
বড়লেখায়  রাস্তা পাকাকরনের  ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিবেশ, মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি। 
বড়লেখায়  রাস্তা পাকাকরনের  ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিবেশ, মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি। 
মোঃনজরুল ইসলাম, ক্রাইম রিপোর্ট, মৌলভীবাজার –
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা  বাজার হতে নিউ সমনবাগ ও  পাথারিয়া চা বাগান ৭নং খাসিয়া পুঞ্জি লিংক রোড পাকাকরব কাজের  ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি।
মহি উদ্দিন আহমদ (আদনান) এর সঞ্চালনায় গীতা পাঠ এর মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়, গীতা পাঠ করেন আশীষ ভট্টাচার্য পাথারিয়া চা বাগান।
প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষের স্বপ্নপূরণে দিনরাত নিরলসভাবে কাজ করছেন। তিনি দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করে এখন উন্নত-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছেন। শেখ হাসিনার সরকার আবারও ক্ষমতায় আসলে চা শ্রমিকদের স্বপ্ন শতভাগ বাস্তবায়ন করবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত নির্বাহি কর্মলর্তা জাহাঙ্গীর হোসেন বড়লেখা উপজেলা,বড়লেখা উপজেলার আওয়ামিলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা প্রোকৌশলী পৃতম কুমার,বড়লেখা থানার  ওসি ইয়ারদৌস হোসাইন, নিউ সমনবাগ চা বাগানের ব্যবস্থাপক মো: আলী খান, মো: শাহেদ নেওয়াজ,১০নং দক্ষিণ ভাগ আওয়ামিলীগের সভাপতি সুব্রত কুমার শিমুল, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন (বুড্ডু) দক্ষিণ নিউ সমনবাগ বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি জমির হোসেন,পাথারিয়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি মহনলাল রিকমুন ও সাধারণ সম্পাদক জয় বুর্নাজী,ও অনান্য নেতৃ বৃন্দ।