বিডি ক্লিন রাঙ্গুনিয়ার সদস্য সম্মেলন ও ৩য় বর্ষপূর্তি সম্পূর্ণ।


প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২২, ৬:৩৪ অপরাহ্ন / ২৮৩
বিডি ক্লিন রাঙ্গুনিয়ার সদস্য সম্মেলন ও ৩য় বর্ষপূর্তি সম্পূর্ণ।

বিডি ক্লিন রাঙ্গুনিয়ার সদস্য সম্মেলন ও ৩য় বর্ষপূর্তি সম্পূর্ণ।

মুজিবুল্লাহ আহাদ, চট্টগ্রাম প্রতিনিধি –
পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এই স্লোগান সামনে রেখে। বিডি ক্লিন রাঙ্গুনিয়া শাখার তৃতীয় বর্ষপূর্তি সম্পূর্ণ করে ৪র্থ পদাপর্ণ করেন। মঙ্গলবার ২৫ অক্টোবর বিকেলে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী।
সভাপতিত্ব করেন বিডি ক্লিন রাঙ্গুনিয়া শাখার উপদেষ্টা মো. মাহাবুবুল আলম সিকদার। উদ্বোধক ছিলেন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত বক্সার সুর কৃষ্ণ চাকমা। সংবর্ধিত অতিথি ছিলেন আসন্ন কাতার বিশ্বকাপের রেফারি সমন্বয়ক মো. শিয়াকত আলী। বিডি ক্লিন রাঙ্গুনিয়া শাখার সমন্বয়ক মহিউদ্দিন মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ’র উপ-সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, বিডি ক্লিন চট্টগ্রামের বিভাগীয় সমন্বয়ক শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম আঞ্চলিক সমন্বয়ক মোহাম্মদ ফরহাদ, চট্টগ্রাম জেলা সমন্বয়ক মো. জামশেদুল ইসলাম, রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের উপদেষ্টা মো. রেজাউল করিম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব দৈনিক আশ্রয় প্রতিদিন প্রতিনিধি মুজিবুল্লাহ আহাদ। বক্তব্য দেন বিডি ক্লিন রাঙ্গুনিয়ার সহ-সমন্বয়ক মো. তাহসান খাঁন ইমন, সাবেক সমন্বয়ক মো. রিয়াজুল ইসলাম রাকিব প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন কাজে অবদান রাখায় উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এর আগে দুপুরের দিকে ১০০ এতিমদের মাঝে খাবার বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দরা।

Bangladesh It Host