“বাসের ধাক্কায় বাইকচালক নিহত, আহত ১৩ যাত্রী”
প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২২, ৬:০৫ অপরাহ্ন /
৩০৭
রউফুল আলম, ব্যুরো চীফ, রংপুরঃ
নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছে বাসের আরও ১৩ জন যাত্রী। সৈয়দপুর উপজেলার বাইপাস সড়কের মিস্ত্রিপাড়া মোড় নামক স্থানে মঙ্গলবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৫০ বছর বয়সী মোকছেদুল হক উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় এমবিবি নামক ভাটার মালিক ছিলেন তিনি। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মফিজুল ইসলাম দৈনিক আশ্রয় প্রতিদিন ব্যুরো চীপকে এসব তথ্য নিশ্চিত করেছেন। সৈয়দপুর ফায়ার সার্ভিসের বরাতে তিনি জানান, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস সৈয়দপুর বাইপাস মহাসড়কের ওই স্থানে মোটরসাইকেলচালককে ধাক্কা দিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেলের আরোহী মোকছেদুল। এ ছাড়া আহত হয় বাসের ১৩ যাত্রী। তাদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যাত্রী সুজন রায় জানান, বাসে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিল। মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে।ওসি (তদন্ত) মফিজুল বলেন, ‘আহতের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাসের চালক বা হেলপারকে পাওয়া যায়নি।’
মোঃ রউফুল আলম
০১৭১৭৭৫৭৭১০
তারিখঃ ১২/১০/২২ ইং
আপনার মতামত লিখুন :