বাঙ্গালহালিয়া কৃষি সম্প্রসারণের উদ্যোগে কাজুবাদাম ও কফি চাষীদের পানির ট্যাংক বিতরণ। 


প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২২, ৫:৫৭ অপরাহ্ন / ২৭০
বাঙ্গালহালিয়া কৃষি সম্প্রসারণের উদ্যোগে কাজুবাদাম ও কফি চাষীদের পানির ট্যাংক বিতরণ। 
বাঙ্গালহালিয়া কৃষি সম্প্রসারণের উদ্যোগে কাজুবাদাম ও কফি চাষীদের পানির ট্যাংক বিতরণ। 

মোঃ সুমন, নিজস্ব প্রতিবেদকঃ
সুস্থ জীবনের জন্য নিরাপদ পানির বিকল্প নেই। রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারেস্তরে জান্নাত হার্ড ওয়ার্ডের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ৩নংবাঙ্গালহালিয়া ইউনিয়নের কাজুবাদাম ও কফি চাষীদের মধ্যে ১০ জন সদস্যদের মধ্যে বাগানের সেচ প্রদান এর লক্ষে আজ ১৭ নভেম্বর দুপুর ১১ ঘটিকার সময় পানির ট্যাংক বিতরণ করা হয়েছ।
এই সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক তপন পাল, সাবেক অতিরিক্ত পরিচালক কৃষ্ণ প্রসাদ মল্লিক,কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আরিফুল ইসলাম,সাংবাদিকবৃন্দ,উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখর চৌধুরী,পুলু মারমা,রাজস্থলী উপজেলার জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত আবদুল আউয়াল হোসেন,এলাকার জনসাধারণ সহ উপস্থিত ছিলেন।
ছবি ক্যাপশনঃ-বাঙ্গালহালিয়া কাজুবাদাম ও কফি চাষীদের মধ্যে পানির ট্যাংক বিতরণ করা সময়।

Bangladesh It Host