বাঁশখালী থানার চৌকস অফিসারদের চেষ্টায় আরেকটা চুরিকৃত টিভি উদ্ধার, গ্রেফতার ১


প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৪, ৩:৩০ অপরাহ্ন / ২৫৮
বাঁশখালী থানার চৌকস অফিসারদের চেষ্টায় আরেকটা চুরিকৃত টিভি উদ্ধার, গ্রেফতার ১

বাঁশখালী প্রতিনিধিঃ

বাঁশখালী পৌরসদরস্থ জে এস ভবনে দিন দুপুরে চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে থানা পুলিশ।

গত ১৩ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১২ টার সময় বাঁশখালী পৌরসভার আস্করিয়া এলাকায় অবস্থিত জে এস ভবনের ৫ম তলার এক ভাড়াটিয়ার ৪৩ ইঞ্চি স্মার্ট টিভিসহ টাকা চুরি করে নিয়ে যায় কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউপির জালিয়াঘাটার বাসিন্দা মৃত নুরুল আমিনের ছেলে মোঃ ইমরান।

পরবর্তী জানাজানি হওয়ায় সিসি টিভি ফুটেজ চেক করলে দেখা মিলে দিন দুপুরে ছদ্মবেশে চুরিকৃত মালামাল নিয়ে যায় নিজের মতো করে।

পরে জে এস ভবনের মালিক মোহাম্মদ খোরশেদুল আলমের সহয়তায় ভাড়াটিয়া মোহাম্মদ রাব্বি সরকার সিসিটিভি ফুটেজ দিয়ে গতকাল ১৫ জানুয়ারি সোমবার থানায় অজ্ঞাতনামায় মামলা করে।

বাঁশখালী থানার এসআই(নিরস্ত্র)/আহসান হাবীব সঙ্গীয় ফোর্স সহ বাঁশখালী থানার মামলা নং-১২ তাং ১৫/০১/২০২৪ইং, ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড এর তদন্তে প্রাপ্ত মামলার মূল আসামী মোঃ ইমরান প্রঃ পেটান(৩৪) কে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করেন। উক্ত ধৃত আসামীর নিজ স্বীকারোক্তি অনুযায়ী তাহার হেফাজত হইতে চোরাই কৃত একটি ৪৩ ইঞ্চি স্মার্ট  টিভি  উদ্ধার  করেন।

এর আগেও বাঁশখালী পৌরসদরে বিভিন্ন চুরির ঘটনা ঘটেছে। দুই সপ্তাহ আগে উপজেলাস্থ দোহা ফ্রুটস এর সামনে থেকে স্থানীয় চুর চক্র একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। সেইম ভাবে পরে জানাজানি হলে সিসিটিভি ফুটেজ দিয়ে থানায় মামলা হলে, বাঁশখালী থানার এসআই(নিরস্ত্র)/আহসান হাবীব সঙ্গীয় ফোর্স এর সহযোগীতায় গাড়িটি উদ্ধার হয়। চুর চক্রের স্বীকারোক্তিতে জানা যায়, তাদের সাথে কিছু ছদ্মবেশী গুণিজনও জড়িত রয়েছে। গাড়ি উদ্ধার হলেও চুর উদ্ধার হয়নি আজও। প্রকাশ্যে ঘুরে বেড়ায় এলাকায়।
এরপর গত ০১ জানুয়ারি সোমবার দিবাগত রাত বাঁশখালী সাংবাদিক সমিতির সদস্য সচিব ও জলদী মখজনুল উলুম বাইঙ্গাপাড়া বড় মাদ্রাসার দাতা ও প্রতিষ্ঠাতা (মোতওয়াল্লী) বাঁশখালী উপজেলায় কর্মরত  সাংবাদিক মিজান বিন তাহেরের গাড়িটিও বাঁশখালী জলদী বড় মাদ্রাসা থেকে চুরি হয়ে যায়,  থানায় অজ্ঞাতনামায় অভিযোগ রয়েছে। কিন্তু এখনো মিলেনি গাড়ির খুঁজ। তবে গাড়ি উদ্ধারের চেষ্টা থানা পুলিশ রোজ।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ বলেন,  বাঁশখালীকে চুর মুক্ত করার লক্ষে আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে।