জামাল কাড়াল বরিশাল –
সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশের বরিশালেও ছড়িয়েছে কাতার বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। বিশ্বকাপকে কেন্দ্র করে পতাকা উড়ানোর মহোৎসবে প্রায় সাড়ে ৫ শত ফুট ব্রাজিলের পতাকা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সমর্থকরা। যা দেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় পতাকা বলা হচ্ছে।
সোমবার (২১ নভেম্বর) বিকেলে বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের বাঘিয়া এলাকায় পতাকাটি নিয়ে র্যালি করেছেন ব্রাজিলের সমর্থকরা।তারা জানান, পাঁচবার বিশ্বকাপজয়ী দেখে নয়, ব্রাজিলের শৈল্পিক ফুটবল খেলা দেখে সেলেসাওদের সমর্থন করেন। তার আশাবাদী, নেইমারের হাত ধরে এবার ৬ষ্ঠ বারের মতো বিশ্বকাপ জিতবে ব্রাজিল।
উদ্যোক্তা সাব্বির খান উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, প্রথমবারের মতো দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় পতাকা নিজেদের দখলে থাকায় খুশি আমরা ব্রাজিল সমর্থকরা।
এ পতাকা তৈরিতে টানা ১৫ দিনের কঠোর পরিশ্রম করতে হয়েছে। ব্রাজিলের সাড়ে ৫শত ফুট দৈর্ঘের পতাকা বানাতে পেরে আমরা উচ্ছ্বসিত।
আপনার মতামত লিখুন :