বরিশালে মিয়াবাড়ি মসজিদের নান্দনিক সৌন্দর্য টানছে দর্শনার্থীদের।


প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২২, ৬:১১ অপরাহ্ন / ৫৭১
বরিশালে মিয়াবাড়ি মসজিদের নান্দনিক সৌন্দর্য টানছে দর্শনার্থীদের।

বরিশালে মিয়াবাড়ি মসজিদের নান্দনিক সৌন্দর্য টানছে দর্শনার্থীদের।

মোগল আমলে নির্মিত হয় মিয়াবাড়ি মসজিদটি। বরিশালের দর্শনীয় স্থানগুলোর মধ্যে জায়গা
করে নিয়েছে এ মসজিদও। এর নান্দনিক সৌন্দর্য কাছে টানছে দর্শনার্থীদের। বরিশাল শহর
থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের রায়পাশা গ্ৰামের
মিয়াবাড়িতে অবস্থিত প্রাচীন এ মসজিদটি। মসজিদের পাশে দুটি বিশালাকার দিঘিও আছে, যা
মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়,
মসজিদটি দ্বিতলবিশিষ্ট ও সম্পূর্ণ কারুকার্যমণ্ডিত। মূল মসজিদের সৌন্দর্যবর্ধন করা
হয়েছে দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় আছে তিনটি দরজা। মসজিদটির নিচতলায় ছয় দরজাবিশিষ্ট
আবাসন ব্যবস্থা। যেখানে মাদরাসা শিক্ষার্থীদের জন্য করা হয়েছে থাকার ব্যবস্থাও। মসজিদের
ছাদের মাঝখানে আছে বড় তিনটি গম্বুজ। মাঝের গম্বুজটি সবচেয়ে বড়। যার ভেতরের অংশেও
আছে সুন্দর নকশার সমাহার। মসজিদের চারপাশে পিলারের ওপর নির্মিত হয়েছে আটটি বড়
মিনার। এসবের মাঝে আছে ১২টি ছোট মিনার। মিয়াবাড়ি মসজিদের নান্দনিক সৌন্দর্য টানছে
দর্শনার্থীদের মসজিদের দ্বিতীয় তলায় উঠতে একটি প্রশস্ত সিঁড়িও আছে। সিঁড়ির নিচে দুটি
বাঁধানো কবর। কিন্তু এ কবর দুটি কাদের সেটা আজও জানা যায়নি। মসজিদের সামনে ও পেছনে
দুটি বিশালাকার দিঘি। প্রায় প্রতিদিনই মসজিদটি দেখতে দূর-দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা।
স্থানীয় বাসিন্দা বারেক হাওলাদার বলেন, মসজিদটি বরিশাল অঞ্চলের প্রাচীন মসজিদগুলোর
মধ্যে অন্যতম। এটি ১৮০০ শতকে নির্মাণ করা হয় বলে ধারণা করা হয়। সম্প্রতি মসজিদটি রং
করা হয়েছে এবং এটির মেরামত কার্যক্রম অব্যাহত আছে। মসজিদটি দেখতে দূর-দূরান্ত থেকে
প্রতিনিয়ত মানুষ ছুটে আসছে। কিন্তু মসজিদটিতে প্রবেশের একমাত্র সড়কটির অবস্থা খুবই
নাজুক। সংস্কারের অভাবে দিন দিন যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। সড়কটি সংস্কার
করা এখন সময়ের দাবি। মিয়াবাড়ি মসজিদের নান্দনিক সৌন্দর্য টানছে দর্শনার্থীদের মসজিদ
দেখতে আসা জিহাদ বলেন, ‘মসজিদটি আকারে ছোট হলেও দেখতে বেশ সুন্দর। প্রতিটি নিদর্শন
চোখে পড়ার মতো। তাই পরিবারের সবাইকে নিয়ে দেখতে এলাম। সত্যিই মসজিদটির নান্দনিকতা
যে কারও নজর কাড়বে। ঘুরতে আসা আরেক দর্শনার্থী রনি বলেন, ‘অনেক দিন ধরে মসজিদটি
দেখতে আসবো আসবো করে আসা হয়নি। তাই এবার বন্ধু ও পরিবারের কয়েকজন মিলে চলে
এসেছি। মসজিদটি দেখে বেশ ভালো লাগলো। ছবিতে দেখতে যেমন, বাস্তবেও ঠিক তেমন। স্থানীয়
ইউপি চেয়ারম্যান আহমেদ শাহরিয়ার বাবু জাগো নিউজকে বলেন, মসজিদটি দেখতে প্রতিদিনই
দূর-দূরান্ত থেকে লোকজন আসে। তবে মসজিদে প্রবেশের পথটি একটু খারাপ হওয়ায় লোকজনের
আসতে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। শিগগির রাস্তাটি সংস্কারে উদ্যোগ নেওয়া হবে। এছাড়া
মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের লোকজন দেখাশোনা করে।

বরিশাল বন্দর থানার সোনালী ব্যাংক, সাহেবেরহাট শাখা  কর্তৃক কৃষি ঋণ বিতরন ও ঋণ আদায় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল সদর উপজেলার সোনালী ব্যাংক লিমিটেড সাহেবেরহাট শাখা সভাকক্ষে প্রকাশ্যে কৃষি
ঋণ বিতরন ও স্বনির্ভর ঋণ আদায় ক্যাম্প ২০২২ইং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১
ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় সাহেবেরহাট শাখা সোনালী ব্যাংক লিমিটেড কার্যালয়ে এ
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেড সাহেবেরহাট শাখা ব্যাবস্থাপক
মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্তিত ছিলেন, সোনালী ব্যাংক
লিমিটেড বরিশাল বিভাগীয় ইস্টের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জনাব মোঃ শাহ্
আলম। বিশেষ অতিথী হিসেবে উপস্তিত ছিলেন, সোনালী ব্যাংক লিমিটেড বরিশাল শাখার
প্রিন্সিপাল অফিসার মোঃ শহিদুল ইসলাম, চাঁদপুরা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ জাহিদ
হোসেন, টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব নাদিরা রহমান, রাজারচর মাধ্যমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন খাঁন, আরও উপস্তিত ছিলেন, সাহেবেরহাটের
বিশিষ্ঠ ব্যাবসায়ী ও সমাজ সেবক মোঃ আব্দুর রাজ্জাক, নাসির মোল্লাসহ প্রমুখ। এসময়
প্রধান অতিথীর বক্তবে বরিশাল সোনালী ব্যাংক লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার
(ডিজিএম) জনাব মোঃ শাহ্ আলম গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, আপনারা নির্ভয়ে ঋণ নিবেন,
টাকা লেনদেন করবেন এমনকি ব্যাংকে টাকা জমা রাখবেন। নিতি আরও বলেন, ১টি
কুচক্রিমহল বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার মহৎ উদ্দেশ্যকে ভেস্তে নিতে মরিয়া
হয়ে উঠেছে এবং তারা বিভিন্ন উপায়ে ভূয়া তথ্য ছরাচ্ছে। গ্রাহকদেরকে বলে বেরাচ্ছে ব্যাংকে
কোনো টাকা নেই তাই আপনারা ব্যাংকে লেনদেন করবেন না। এসব গুজব, আপনারা গুজবে কান
দিবেন না, সকলেই নিশ্চিন্তে ব্যাংকে এসে টাকা লেনলেন করবেন। সভা শেষে নতুন ২৫ জন
কৃষকের মধ্যে কৃষি ঋণ বিতরণ ও অর্ধশতাধিক ঋন পরিশোধ করে নতুন করে ঋন গ্রহন
করে। প্রধান অতিথি বলেন- বিশেষ বিশেষ ঋণ ও কৃষি ঋণের সম্পূর্ণ সুদ মওকুফ হবে
শুধুমাত্র আসল টাকা জমা দিলে। গ্রাহকগন কৃষি ঋণের সুবিধা নিতে পারবেন। সোনালী ব্যাংক
লিমিটেড সাহেবেরহাট শাখা ব্যাবস্থাপক আব্দুর রাজ্জাক বলেন– যে সকল কৃষকদের কৃষি
কাজ করার জন্য ঋণের প্রয়োজন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, স্বচ্ছতা ও
দ্রুততার সাথে কৃষি ঋণ বিতরণ করা হবে। যাদের দীর্ঘদিনের পুরাতন কৃষি ঋণ আছে তাদের
সুদ মওকুফের আওতায় পূর্বের ঋণটি পরিশোধ করে ও নতুন ভাবে ঋণ নেওয়ার জন্য
আহব্বান জানানো হয়। এসময় উক্ত কৃষি ঋণ বিতরন ও স্বনির্ভর ঋণ আদায় ক্যাম্প
২০২২ইং অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত গ্রাহকগন (নারী/পুরুষ) উপস্তিত ছিলেন।
ZvwiLt 22/12/2022
01620849601

বরিশালে টিসিবির বাড়তি দামে পণ্য কিনতে এসে ভোগান্তি / বিপাকে পড়েছেন বরিশালের নিম্নআয়ের উপকারভোগীরা। 
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছেন
বরিশালের নিম্নআয়ের উপকারভোগীরা। সম্প্রতি চিনি ও ডালের দাম কেজিপ্রতি পাঁচ টাকা
করে বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে টিসিবি। তবে বিষয়টি জানা না থাকায় পণ্য নিতে
এসে বিপাকে পড়েন উপকারভোগীরা।বুধবার (২১ ডিসেম্বর) সকাল থেকে বরিশাল নগরীর
প্রতিটি ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু হলে অনেক উপকারভোগীকে ভোগান্তিতে পড়তে
দেখা যায়। উপকারভোগীরা জানান, ৪০৫ টাকার পণ্য (ফ্যামিলি প্যাকেজ) ১৫ টাকা বাড়িয়ে
৪২০ টাকা করা হয়েছে। বিষয়টি তাদের জানা নেই। তাই অনেকেই পণ্য নিতে এসে বিপাকে
পড়েন। কেউ কেউ বাড়ি গিয়ে বাড়তি টাকা নিয়ে ফিরে এসে পণ্য কেনেন। নগরীর ১৪ নম্বর
ওয়ার্ড বাংলাবাজার এলাকায় টিসিবির পণ্য নিতে আসা রাসেল হোসেন বলেন, ‘আমি আগের
নির্ধারিত মূল্য নিয়ে পণ্য কিনতে এসেছিলাম। পরে লাইনে দাঁড়িয়ে শুনি এবার প্যাকেজ
মূল্য ১৫ টাকা বাড়িয়ে ৪২০ টাকা করা হয়েছে। পরে আবার বাসায় গিয়ে বাড়তি টাকা এনে
পণ্য নিয়ে যাই। আরেক উপকারভোগী শুক্কুর হাওলাদার বলেন, ‘আগে ৪০৫ টাকায়
প্যাকেজ নিতাম ঠিক ছিল কিন্তু এখন হঠাৎ করেই ১৫ টাকা বাড়িয়ে ৪২০ টাকা করেছে।
যা আমাদের মতো নিম্নআয়ের মানুষের পক্ষে কষ্টসাধ্য।’ তিনি ক্ষোভ প্রকাশ করে
বলেন, ‘আমি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। এই বাড়তি ১৫ টাকা ইনকাম করতেও
আমাকে দুই কিলোমিটার রিকশা চালিয়ে ছুটতে হয়।’ টিসিবির পণ্য বিক্রির ডিলার এস কে
সিনহা এন্টারপ্রাইজের মালিক রাজিব হোসেন বলেন, ‘আমরা বাড়তি টাকা দিয়ে পণ্য
ছাড়িয়ে নিয়ে আসছি। এখন বাড়তি টাকায় বিক্রি করছি। এতে আমাদের কোনো হাত নেই। এ
বিষয়ে টিসিবি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী কার্যনির্বাহী শতদল মন্ডল
বলেন, এ বিষয়ে আমাদের কিছু করার নেই। এটা বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত।
মন্ত্রণালয় থেকে ৪০৫ টাকা মূল্যের প্যাকেজ ১৫ টাকা বাড়িয়ে ৪২০ টাকা করা হয়েছে।
22/12/2022
01620849601

বরিশাল বিএমপি ক্রাইম এন্ড অপস বিভাগের বার্ষিক পরিদর্শন।

জামাল কাড়াল বরিশাল-

বরিশাল বিএমপি  উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের ক্রাইম এন্ড অপস্ বিভাগের ক্রাইম, আইসিটি এন্ড মিডিয়া, কমান্ড এন্ড কন্ট্রোলরুম, কমিউনিটি পুলিশিং শাখা, কন্ট্রোল রুম শাখা সমূহ পরিদর্শন করেন আজ বৃহপতিবার সকাল ১১ টায় এ সময় পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট শাখার কার্যক্রম পরিদর্শন  ও রেজিস্ট্রার পত্র সমূহ পর্যালোচনা করেন। এ সময় তিনি রেজিস্ট্রারসমূহের এর যথাযথ ব্যবহার সহ বিভাগের সকল কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে পরিদর্শন বইতে নোট করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ মোঃ আব্দুল ওয়ারেস সহ অন্যান্য অফিসার ও ফোর্স।