“বরিশালে মা ইলিশ রক্ষায় অভিযান ৩৫ লাখ টাকার জালসহ আটক ৪”


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২২, ৬:৫৫ অপরাহ্ন / ২৯৯
“বরিশালে মা ইলিশ রক্ষায় অভিযান ৩৫ লাখ টাকার জালসহ আটক ৪”

“বরিশালে মা ইলিশ রক্ষায় অভিযান ৩৫ লাখ টাকার জালসহ আটক ৪”

রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল ব্যুরো চীফ
বরিশালের হিজলা উপজেলায় বিভিন্ন নদ-নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে এক লাখ মিটার অবৈধ কারেন্ট
জাল জব্দ করা হয়েছে। জব্দ হওয়া জালের আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা। এছাড়া অভিযানে নিষেধাজ্ঞা
অমান্য করে ইলিশ ধরার অভিযোগে চার জেলেকে আটক করা হয়। বুধবার (১৯ অক্টোবর) দুপুর থেকে
সন্ধ্যা পর্যন্ত মৎস্য অধিদপ্তর, নৌবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরা এক সঙ্গে এ অভিযান চালায়।
সন্ধ্যার পর আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তিন জেলেকে এক বছর করে
কারাদণ্ড দেওয়া হয়। একজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। মৎস্য
অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমান তালুকদার বিষয়টি নিশ্চিত
করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা, গজারিয়া, লতা ও নয়াভাঙ্গুলি
নদীতে অভিযান চালানো হয়েছে। মৎস্য অধিদপ্তর, নৌবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরা অভিযানে অংশ
নেন। এসময় নদীতে ইলিশ শিকারের জন্য পেতে রাখা এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা
হয়েছে। যার আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা। এছাড়া হিজলার হরিনাথপুর ও খালিশপুর এলাকা সংলগ্ন
মেঘনা নদী থেকে ইলিশ শিকারের সময় চার জেলেকে আটক করা হয়। তিনি আরও বলেন, সন্ধ্যার পর
অভিযান থেকে ফিরে জব্দ হওয়া জাল আগুনে পুড়িয়ে নষ্ট করে ফেলা হয়েছে। আর আটক চার জেলেকে
ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। একজনের বয়স
১৮ বছরের কম হওয়ায় তাকে মুক্তি দেন ভ্রাম্যমাণ আদালত। মা ইলিশ রক্ষা ও নিষেধাজ্ঞা কার্যকরে এ
ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোবা: 01620849601
তারিখ: 20/10/2022

Bangladesh It Host