“বরিশালে জামিন চেয়ে হাইকোর্টে মিন্নির আবেদন”


প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২২, ৫:০১ অপরাহ্ন / ৪৬১
“বরিশালে জামিন চেয়ে হাইকোর্টে মিন্নির আবেদন”

বরিশালে জামিন চেয়ে হাইকোর্টে মিন্নির আবেদন

রমজান আহম্মেদ (রনজু), বরিশাল ব্যুরো চীফ
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় প্রধান সাক্ষী থেকে আসামি হয়ে মৃত্যুদণ্ড পাওয়া আয়শা
সিদ্দিকা মিন্নি হাইকোর্টে জামিন আবেদন করেছেন। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মিন্নির জামিন চেয়ে
আবেদন করা হয়েছে বলে রোববার (১৬ অক্টোবর) নিশ্চিত করেছেন তার আইনজীবী। হাইকোর্টের
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চে জামিন আবেদনটি
শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। এর আগে ২০২০ সালের ৬ অক্টোবর এ মামলায় খালাস চেয়ে
হাইকোর্টে আপিল করেন মিন্নি। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের
বিচারক মো. আছাদুজ্জামান এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে
মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। পাশাপাশি ছয় আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানাও
করা হয়। বাকি চারজনকে দেওয়া হয় খালাস। পরে নিয়ম অনুসারে একই বছরের ৪ অক্টোবর ছয় আসামির
মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছে। পাশাপাশি ৬ অক্টোবর মিন্নিসহ
অন্য আসামিরা আপিল করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. রাকিবুল হাসান রিফাত ওরফে
রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বী আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজোয়ান আলী খাঁন হৃদয়
ওরফে টিকটক হৃদয়, মো. হাসান ও আয়শা সিদ্দিকা মিন্নি। খালাস পেয়েছিলেন- মো. মুসা (পলাতক),
রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন। ২০১৯ সালের ২৬ জুন সকাল সাড়ে ১০টার
দিকে বরগুনা সরকারি কলেজ রোডের ক্যালিক্স একাডেমির সামনে স্ত্রী মিন্নির সামনে রিফাত শরীফকে
কুপিয়ে জখম করে নয়ন বন্ড ও রিফাত ফরাজীর সহযোগীরা। গুরুতর অবস্থায় রিফাতকে বরগুনা জেনারেল
হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিফাত মারা যান।
মোবা: 01620849601
তারিখ: 16/10/2022

Bangladesh It Host