“বরিশালে গৌরনদীতে গর্ত খুঁড়তেই বের হলো গ্যাস, এলাকায় তোলপাড়।”


প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২২, ৪:১৯ অপরাহ্ন / ৭৪৪
“বরিশালে গৌরনদীতে গর্ত খুঁড়তেই বের হলো গ্যাস, এলাকায় তোলপাড়।”

“বরিশালে গৌরনদীতে গর্ত খুঁড়তেই বের হলো গ্যাস, এলাকায় তোলপাড়।”

রমজান আহম্মেদ (রঞ্জু) বরিশাল ব্যুরো চীফ –
বরিশাল:পাকা ঘর নির্মাণ করতে মাটি পরীক্ষার জন্য গর্ত করা হয়। সে গর্ত থেকে গ্যাস
বেরিয়ে আসায় গ্যাসকূপ থাকার সম্ভাবনার খবরে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
বরিশালের গৌরনদী উপজেলার শাওড়া মহল্লায় এ ঘটনা ঘটে। এরই মধ্যে গ্যাস বের
হওয়ার শব্দ শুনতে স্থানটি এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছেন স্থানীয়রা।শনিবার
দুপুরে সরেজমিনে দেখা গেছে, গর্তের ভেতর থেকে গ্যাস বের হওয়ার শব্দ পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা এইচএম টিপু জানান, শাওড়া গ্রামে রাস্তার পাশের জমিতে পাকা ঘর
নির্মাণের জন্য গত বুধবার মাটি পরীক্ষা করান ব্যবসায়ী হাফিজুর রহমান। মাটি
পরীক্ষার জন্য খুঁড়ে রাখা গর্ত থেকে শুক্রবার দুপুরে প্রাকৃতিক গ্যাস বের হওয়ার শব্দ
শুনে সেখানে জ্বলন্ত ম্যাচ কাঠি ছুড়ে স্থানীয় কতিপয় যুবক। এসময় সেখানে আগুন
জ্বলতে শুরু করলে ভয় পেয়ে ওই যুবকরা ৯৯৯ নাম্বারে ফোন করেন। পরবর্তীতে ফায়ার
সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে গর্তটি মাটি চাপা দিয়ে রাখেন।
এখনও ওই স্থান থেকে গ্যাস বের হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। গৌরনদী ফায়ার
স্টেশনের সদস্য আক্তার উদ্দিন জানান, স্থানটি সংরক্ষিত ঘোষণা করা হয়েছে।
পাশাপাশি সংরক্ষিত স্থানে জনসাধারণ যাতে প্রবেশ করতে না পারে সেজন্য
সতর্কতামূলক নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিপিন
চন্দ্র বিশ্বাস জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের
অবহিত করা হয়েছে।
তারিখঃ ০৩/১২/২০২২ ইং
০১৬২০৮৪৯৬০১

“আওয়ামী লীগের অধীনে প্রহসনের নির্বাচন জনগণ মেনে নেবে না: চরমোনাই পীর সাহেব।”

রমজান আহম্মেদ (রঞ্জু) বরিশাল ব্যুরো চীফ –
বরিশালে : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল
করীম পীর চরমোনাই বলেছেন, স্বাধীনতার ৫১ বছরে স্বচ্ছ একটি নির্বাচনী ব্যবস্থা
তৈরি করতে ক্ষমতাসীনরা ব্যর্থ হয়েছে। কালোটাকার মালিক ও গডফাদারদের কাছে
নির্বাচন কমিশন অসহায়। ইভিএমের নির্বাচন জনগণ বিশ্বাস করে না। এমতাবস্থায়
দেশের নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। আওয়ামী লীগের অধীনে প্রহসনের নির্বাচন
দেশের জনগণ মেনে নেবে না। আজ শনিবার সকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
আয়োজিত বায়তুল মোকাররম পূর্ব চত্বরে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম
আকরামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরিউক্ত কথা বলেন। পীর
চরমোনাই বলেন, দেশের সর্বত্রই অরাজকতা বিরাজমান। দুর্নীতি চরম আকার ধারণ
করেছে। দুর্নীতিবাজরা আঙুল ফুলে বটগাছ বনে যাচ্ছে। সরকারের দায়িত্বশীলদের
সহায়তায় ঋণের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। দুর্নীতি দমন কমিশন
এখন নখদন্তহীন কমিশনে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, দেশে মানুষের বাকস্বাধীনতা
নেই৷ সাধারণ মানুষ সত্য কথা বলতে ভয় পাচ্ছে। বড় দুই দলের পাল্টাপাল্টি বক্তব্যে
দেশের মানুষ আজ আতঙ্কিত। গ্যাস বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন
অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে জনগণ আজ দিশেহারা। দেশের মানুষের এ কষ্ট লাঘবে কেউ
সাড়া দেয় না। সম্মেলনে পীর সাহেব চরমোনাই ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয়
কমিটি বিলুপ্ত করে শরিফুল ইসলাম রিয়াদকে কেন্দ্রীয় সভাপতি, নূরুল বাশার।