“বন বিভাগের নতুন কমিটি বাতিলের দাবীতে মধুখালীতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ”


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২২, ৬:৩১ অপরাহ্ন / ২৮৫
“বন বিভাগের নতুন কমিটি বাতিলের দাবীতে মধুখালীতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ”

“বন বিভাগের নতুন কমিটি বাতিলের দাবীতে মধুখালীতে এলাকাবাসীর
মানববন্ধন ও বিক্ষোভ”
সজীব মোল্লা  মধুখালি প্রতনিধি –
মধুখালীতে বোয়ালিয়া-বাঙ্গাবাড়ীয়া সড়কের বন বিভাগ
কর্তৃক পুরাতন কমিটি বাদদিয়ে নতুন কমিটি গঠন পূর্বক
বাতিলের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
অনুষ্ঠিত হয়েছে।
২০ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় উপজেলার রায়পুর
ইউনিয়নের বাঙ্গাবাড়ীয়া বাজার এলাকায় বোয়ালিয়া-
বাঙ্গাবাড়ীয়া সড়কের বন বিভাগ কর্তৃক পুরাতন কমিটি বাদ
দিয়ে নতুন কমিটি গঠন পূর্বক বাতিলের দাবীতে
এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নতুন কমিটি বাতিল ও পুরাতন কমিটি বহাল রাখার দাবী করে
মানববন্ধনে বক্তব্য রাখেন আনোয়ার জাহিদ.মোঃ ইমরান
হোসেন,মোঃ আসাদ মোল্যা,মোঃ উসমান হোসেন, মোঃ
ইদ্রিস মোল্যা ও জাহিদুল ইসলাম। এ সময় বক্তাগণ তাদের বক্তব্যে
বলেন স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে মধুখালী বন বিভাগ
প্রায় ৩০বছর আগের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন
করেন। নতুন কমিটির মাধ্যমে বোয়ালিয়া থেকে বাঙ্গাবাড়ীয়া
বাজার প্রর্যন্ত প্রায় ২কিলোমিটার সড়কের দুপাশের কয়েক শত
গাছ বিক্রয় করা হয়েছে। বক্তারা আরো বলেন নতুন কমিটি
বাতিলের জন্য গণস্বাক্ষরিত আবেদনপত্র জেলা প্রশাসক,উপজেলা
নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রেরন করেছি। মানববন্ধন
পরবর্তী বিক্ষোভ মিছিল বাঙ্গাবাড়ীয়া বাজার প্রদক্ষিণ করে শেষ
হয়।

Bangladesh It Host