বড়লেখা উপজেলায়,লক্ষী মিষ্টি ঘর, ও জনতা মিষ্টি ঘর”কে, অপরিচ্ছন্ন, নোংরা  পরিবেশে, দ্রব্য উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে, এক) লক্ষ  টাকা জরিমানা আদায় করা হয়।


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২২, ৬:২৫ অপরাহ্ন / ২৯৮
বড়লেখা উপজেলায়,লক্ষী মিষ্টি ঘর, ও জনতা মিষ্টি ঘর”কে, অপরিচ্ছন্ন, নোংরা  পরিবেশে, দ্রব্য উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে, এক) লক্ষ  টাকা জরিমানা আদায় করা হয়।
বড়লেখা উপজেলায়,লক্ষী মিষ্টি ঘর, ও জনতা মিষ্টি ঘর”কে, অপরিচ্ছন্ন, নোংরা  পরিবেশে, দ্রব্য উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে, এক) লক্ষ  টাকা জরিমানা আদায় করা হয়।
মোঃনজরুল ইসলাম, ক্রাইম রিপোর্টার, মৌলভীবাজার প্রতিনিধি –
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাটবন্দ  এলাকায় অপরিচ্ছন্ন, নোংরা  পরিবেশে মিষ্টি জাতীয় দ্রব্য উৎপাদন ও  বাজারজাতকরণের দায়ে ( ১৪ নভেম্বর সোমবার )  “লক্ষী মিষ্টি ঘর ও জনতা মিষ্টি ঘর” এর স্বত্বাধিকারীদেরকে  “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট  ধারায় ৫০ হাজার করে মোট ১ (এক) লক্ষ  টাকা অর্থদন্ড প্রদান  করে তা তাৎক্ষণিকভাবে আদায় করেন  ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  জাহাঙ্গীর হোসাইন। সহযোগিতা করে বড়লেখা থানা পুলিশ। এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানদ্বয়কে মানসম্মত/উপযুক্ত পরিবেশ তৈরি ব্যতীত মিষ্টি জাতীয় খাদ্য সামগ্রী উৎপাদন বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।