“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সমাধিসৌধে ফেনী সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি।”
প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২২, ৪:৩০ অপরাহ্ন /
৩৪৫
“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সমাধিসৌধে ফেনী সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি।”
আবুল হাসনাত রিন্টু, ফেনী প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাডা জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সমাধিসৌধে শনিবার দুপুরে ফেনী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার দুপুরে জাতীর পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্হান পরিদর্শন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি যতন মজুমদার,কার্য নির্বাহী কমিটির সদস্য শুকদেব নাথ তপন, সাধারন সম্পাদক জহিরুল হক মিলন, কোষাধক্ষ্য সৈয়দ মনির আহম্মদ, সদস্য সিরাজুল ইসলাম দুলাল, আবদুল আউয়াল, তনু সরকার,আবদুল মন্নান প্রমুখ। পরে বঙ্গবন্ধু জাদুঘর দেখা শেষে পরিদর্শন বইতে সাক্ষর করেন সদস্যবৃন্দ।
আপনার মতামত লিখুন :