বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কৃষিবিদ পুনর্মিলনী-২২ অনুষ্ঠান অনুষ্ঠিত ।


প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২২, ৪:৪৯ অপরাহ্ন / ৬৩৪
বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কৃষিবিদ পুনর্মিলনী-২২ অনুষ্ঠান অনুষ্ঠিত ।
বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কৃষিবিদ পুনর্মিলনী-২২ অনুষ্ঠান অনুষ্ঠিত ।
মাসুম বিল্লাহ, শেরপুর বগুড়া –
বগুড়া জেলায় বসবাসরত এবং কর্মরত সকল কৃষিবিদদের সারাদিন ব্যাপি এক অসাধারণ আয়োজন।
সারাদিন ব্যাপি এই আয়োজনের প্রথমার্ধে ছিল আনন্দ শোভাযাত্রা। এই সুন্দর পুনর্মিলনী যার আহ্বানে এবং যিনি আহ্বায়ক হিসেবে সুন্দরভাবে মনিটরিং করছেন তিনি বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার, কৃষিবিদদের জন্য একজন নিবেদিত প্রাণ জনাব সুদীপ কুমার চক্রবর্তী।
আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন, বগুড়া জেলার সাবেক জেলা প্রশাসক, বর্তমানে টিএমএসএসের কনসালটেন্ট জনাব সারোয়ার মাহমুদ, বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার জনাব হেলেনা আক্তার, জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদক এবং বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত প্রাণিসম্পদের একজন ডাইনামিক অফিসার শেরপুর উপজেলার সুযোগ্য উপজেলা প্রাণিসম্পদ অফিসার জনাব ডাঃ মোঃ রায়হান পিএএ সহ বিভিন্ন স্তরের সম্মানিত কৃষিবিদগণ এ সময় উপস্থিত ছিলেন ।