বগুড়ার শেরপুরে কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।


প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২২, ৬:০৬ অপরাহ্ন / ৫৬৫
বগুড়ার শেরপুরে কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শেরপুরে কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
মাসুম বিল্লাহ, শেরপুর বগুড়া –
বগুড়ার শেরপুরের শাহবন্দেগী ইউনিয়নের দুবলাগাড়ী এলাকায় মাসুদ ক্লোথষ্টোরের কাপড়ের দোকানে রোববার (১৮ ডিসেম্বর) রাতে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকালে মাসুদ ক্লোথষ্টোরের প্রোপাইটর মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রোববার সারাদিন দোকানে বিক্রি শেষে ফুটবল বিশ্বকাপ খোলার জন্য রাত্রি ৮টায় কাপড়ের দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দোকান খোলার জন্য এসে দোকানের তালা কাঁটা দেখতে পাই।এবং দোকান খুলে দেখতে পাই প্রায় ৭ লক্ষ টাকার কাপড় লুট করে নিয়ে যায়। তিনি আরোও জানান, গত ৩০ নভেম্বর আমার এই কাপড়ের দোকানের দেয়াল কেটে প্রায় ১ লক্ষ টাকার মালামাল চুরি করছে। স্থানীয়রা জানান, এই বাজার এলাকায় কোন নাইটগার্ড নেই। যার জন্য বারবার এই চুরির ঘটনা ঘটছে। তবে বাজারের কোন দোকানে চুরির ঘটনা নেই বললেই চলে। শুধু একই দোকানে বারবার চুরি বিয়টি খতিয়ে দেখতে প্রশাসনের কাছে অনুরোধ জানান।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ খোন্দকার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত চলছে, আশা করছি অতি দ্রত চোর শনাক্ত করতে পারব।