‘বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের দুইদিন পর দিনমজুরের লাশ উদ্ধার’


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২২, ৩:৩২ অপরাহ্ন / ২৯৭
‘বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের দুইদিন পর দিনমজুরের লাশ উদ্ধার’
‘বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের দুইদিন পর দিনমজুরের লাশ উদ্ধার’
মোঃ ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের ২দিন পর চাঁন মিয়া (৫৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সুজাবাদ এলাকার ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। চাঁন মিয়া উপজেলার মাঝিড়া ইউনিয়নের সুজাবাদ উত্তরপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে। তার পরিবারের দাবি এরআগে মঙ্গলবারে তিনি কাজে বের হয়ে আর বাড়িতে আসেননি। চাঁন মিয়ার ভাতিজা তরিকুল ইসলাম জানান, আমার চাচা অন্যের জমিতে দিনমজুরের কাজ করতেন। দুইদিন  আগে মঙ্গলবারে তিনি কাজে বের হয়ে নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুজির পরেও চাচাকে পাওয়া যায়নি। স্থানীয়ভাবে জানতে পেরে সুজাবাদে এসে চাচার লাশ দেখতে পাই। তিনি আরও জানান, চাচা দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন।
শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রউফ জানান, চাঁন মিয়ার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার নাকে মুখে রক্ত আছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি কোন বিষক্রিয়ায় অথবা অসুস্থতাজনিত কারণে মারা গিয়েছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
মোঃ ফরহাদ হোসেন,
বগুড়া প্রতিনিধি,
০১৭৫৫৪২৭৭৯২

Bangladesh It Host