“ফেনীতে পুলিশের মামলায় বিএনপির ৪০ নেতাকর্মী কারাগারে”


প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২২, ৪:৫১ অপরাহ্ন / ৩০৮
“ফেনীতে পুলিশের মামলায় বিএনপির ৪০ নেতাকর্মী কারাগারে”

“ফেনীতে পুলিশের মামলায় বিএনপির ৪০ নেতাকর্মী কারাগারে”

আবুল হাসনাত রিন্টু,ফেনী প্রতিনিধি,

ফেনী জেলার সোনাগাজীতে পুলিশ-বিএনপি-আওয়ামিলীগ ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় দলটির ৪০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন ফেনী আদালত। ফেনী জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরান রবিবার (২৩ অক্টোবর) তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পিপি অ্যাডভোকেট হাফেজ আহমেদ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায়, পুলিশের করা মামলায় সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭৪ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছিলেন হাইকোর্ট। রবিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা বাতিল করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে প্রেরণকৃত আসামিরা হলেন, সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন,সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাসেল হামিদী, উপজেলা ছাত্রদের নেতা মেজবাহ উদ্দিন পিয়াস, যুবদল নেতা সিরাজুল ইসলাম সহ আরো অনেকে রয়েছেন।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট বিকাল ৪টায় বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সোনাগাজীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে এ ঘটনায় পুলিশ বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করে।ঘটনার পরদিন গত ৩০ আগস্ট বিকালে সোনাগাজী মডেল থানায় মামলা দুটি দায়ের করা হয়। এসআই সুরজিৎ বড়ুয়া ও এসআই মাইন উদ্দিন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। পরে মামলার আসামিদের মধ্যে ৭৪ জন আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

আবুল হাসনাত রিন্টু

০১৬১২৯৩৬৩১৭