“ফরিদপুর জেলা ছাত্রলীগের নব নির্বাচিত সহ-সভাপতি জবির জয় শর্মা”


প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২২, ৬:২৪ অপরাহ্ন / ২৯৫
“ফরিদপুর জেলা ছাত্রলীগের নব নির্বাচিত সহ-সভাপতি জবির জয় শর্মা”
“ফরিদপুর জেলা ছাত্রলীগের নব নির্বাচিত সহ-সভাপতি জবির জয় শর্মা”

অশ্রু মল্লিক, জবি প্রতিনিধি –

বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয় শর্মা। বুধবার (৯ নভেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশপত্রে ফরিদপুর জেলার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে নতুন করে ২৯৯ জন নেতা-নেত্রীকে অন্তর্ভুক্ত করা হয়। সদ্য ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদ পেয়েছেন ফরিদপুরের সন্তান জয় শর্মা। তিনি ফরিদপুর জেলার দক্ষিণ টেপাখোলার হরিসভার বাসিন্দা। ফরিদপুর জিলা স্কুল ও সরকারি রাজেন্দ্র কলেজে অধ্যয়নরত অবস্থায় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি দীর্ঘ ৯ বছর ধরে ছাত্রলীগের রাজনীতি করে আসছেন।
এ বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠনের ২১ মাস পর ৩১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি হওয়ায় ছাত্রলীগের অনেক কর্মী এই কমিটিতে পরিচয় পেয়েছেন। আমি মনে করি,এটাই রিয়ান-ফাহিম কমিটির সফলতা। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ এবং লালন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে আগামীতে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে চাই। বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জ্ঞানভিত্তিক অর্থবহ সমাজ বিনির্মাণের অংশীদার হতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি(২০২১) তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানকে সভাপতি ও মোঃ ফাহিম আহাম্মেদকে সাধারণ সম্পাদক করে ফরিদপুর জেলা ছাত্রলীগের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল।