“ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের অসচ্ছল নারীদের মাসে ৩০ কেজি চাল দেবে সরকার”
প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২২, ৫:২৪ অপরাহ্ন /
৩০২
“ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের অসচ্ছল নারীদের মাসে ৩০ কেজি চাল দেবে সরকার”
মেহেদি হাসান নয়ন, বাগেরহাট –
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ০৪ নং সদর ইউনিয়ন পরিষদের অসচ্ছল নারীদের মাসে ৩০ কেজি চাল দেবে সরকার ভালনারেবল উইমেন বেনিফিট প্রোগ্রামের আওতায় এ চাল দেয়া হবে বলে জানিয়েছেন সদর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান শিরিন আক্তার কিসলু। বৃহস্পতিবার (১০নভেম্বর)সকাল ১০ টায় সদর ইউনিয়ন ০৮ নম্বর ওয়ার্ডের জারিয়া স্কুল মাঠ প্রাঙ্গনে ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রমের (ভিডব্লিউবি)২০২২-২০২৩ চক্রের উপকার ভোগী নির্বাচনের জন্য আবেদন ফরম দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ফকিরহাট ০৪ নং ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু,ইউপি সচিব আশীষ কুমার ব্যানার্জি, ইউপি সদস্য প্রতিনিধিগণ সহ গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও সিংগাতী-০৮ নং ওয়ার্ডের উপকারভোগীরা।
চেয়ারম্যান শিরিনা আক্তার বলেন, এ কর্মসূচি নারীদের খাদ্য নিরাপত্তাহীনতা, পুষ্টিহীনতা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভালনারেবল উইমেন বেনিফিটের উপকারভোগী হবে অসচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্তা নারী, যাদের পরিবারের নিয়মিত উপার্জনক্ষম সদস্য বা নিয়মিত আয় নেই এমন নারী যারা ভূমিহীন ও নিজ মালিকানা জমির পরিমাণ ০.১৫ শতকের কম। ২০ থেকে ৫০ বছর বয়সী নারী ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রমে অন্তর্ভুক্ত হবে,যে সব পরিবার দৈনিক দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করে এবং মাটির দেয়াল/পাটকাঠি বা বাঁশের তৈরি ঘরে থাকে, যে পরিবারে কিশোরী বা ১৫-১৮ বছর বয়সী মেয়েদের এর আওতায় আগামী জানুয়ারি থেকে ফকিরহাটের সিংগাতী ০৮ নং ওয়ার্ডের ৬০ জন দরিদ্র নারীকে দুই বছর মেয়াদে, প্রতি মাসে খাদ্য সহায়তা হিসেবে পুষ্টি সমৃদ্ধ ৩০ কেজি করে চাল দেয়া হবে।
আপনার মতামত লিখুন :