ফকিরহাটে জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র্যালি ও আলোচনা
মেহেদি হাসান নয়ন, বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার নিয়ন্ত্রণ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে তুলে ধরে র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। প্রবন্ধ উপস্থাপক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত।
আপনার মতামত লিখুন :