প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখার কাঁঠালতলী ব্লুবার্ড কিন্টার গার্টেনের অভাবনীয় সাফল্য অর্জন করেছে।


প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৩, ৬:০৪ অপরাহ্ন / ২৬২
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখার কাঁঠালতলী ব্লুবার্ড কিন্টার গার্টেনের অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখার কাঁঠালতলী ব্লুবার্ড কিন্টার গার্টেনের অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
মোঃনজরুল ইসলাম ক্রাইম রিপোর্ট মৌলভীবাজার ঃ
বড়লেখা উপজেলার কাঠালতলী ব্লু-বার্ড কিন্ডার গার্টেন (কেজি) স্কুলের ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শতভাগ শিক্ষার্থী টেলেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে এই প্রতিষ্ঠানটি ভাল ফলাফল অর্জনের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।
টেলেন্টপুলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা হলো- মো. ফাহি হাসান, শাহরিয়ার রাহিব, আদিব আহমদ, নুরা সাইফ, সূবর্ণা মোস্তফা প্রমি, ফাহমিদা আক্তার খাদিজা, তারনিম লতিফ ও মিথিলা দেবনাথ মৌমি।
স্কুলের প্রিন্সিপাল মো. শাহেদ আহমদ জানান, প্রতিষ্ঠানের সভাপতি নাজমুল ইসলামের দিক নির্দেশনায় অভিজ্ঞ শিক্ষক মন্ডলী অত্যন্ত যত্নসহকারে শিক্ষার্থীদের পাঠদান করায় প্রতিটি পরীক্ষায় শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করছে। ব্লু-বার্ড কিন্ডার গার্টেনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে ভাল ফলাফল অর্জনের ধারাবাহিকতা রক্ষা করে চলেছে। এক্ষেত্রে অভিভাবকদেরও বিশেষ অবদান রয়েছে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি নাজমুল ইসলাম জানান, অভিভাবকদের নিকট থেকে যে প্রতিশ্রুতি নিয়ে তাদের সন্তানকে স্কুলে ভর্তি করা হয়, পরীক্ষা শেষে শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করলে ধরে নেন সেই প্রতিশ্রুতি তারা পুরণ করতে পেরেছেন। এতে সবারই আনন্দ লাগে। তার স্কুলের শতভাগ শিক্ষার্থী টেলেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করায় তিনি মেধাবী শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।