“পূর্ব কলাতলী চন্দিমা মাঠে একজন ক্যামেরাম্যান খুন”


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২২, ৭:২৩ অপরাহ্ন / ৩০৩
“পূর্ব কলাতলী চন্দিমা মাঠে একজন ক্যামেরাম্যান খুন”
“পূর্ব কলাতলী চন্দিমা মাঠে একজন ক্যামেরাম্যান খুন”
মোঃহোসেন (সুমন)কক্সবাজার সদর উপজেলা প্রতিনিধি –
কক্সবাজার পূর্ব কলাতলী চন্দিমা মাঠ ঝিলংজা ১নং ওয়ার্ড়ে  ১৩ নভেম্বর২০২২ইংতারিখে বিকাল ৩টা২০ঘটিকার সময়,পূর্ব শত্রুতার জের ধরে একজন ক্যামেরাম্যান ইছুফকে তিনজন মিলে অতর্কিত অবস্থায় ছুরি মেরে মাটিতে ফেলে পালিয়ে যায়। এবং এলাকার জনসাধারণ নিহত ব্যাক্তির বাসায় খবর দিলে,তাঁহার আত্মীয়-স্বজন  এসে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেছেন।আরো জানা য়ায় যে, ২/৩দিন আগে ঝিরিঝিরি পাড়া সমাজিক ভাবে পাবলিশ বিচার এর মাধ্যমে দুই গ্রুপকে মিলিয়ে দেওয়া হয়েছে,জানিয়েছেন এলাকার লোকজন,প্রাথমিক অনুযায়ী একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে, তার নাম, মোঃ সোহেল(২৪)পিতা -হানিফ প্রকাশ বাবুল ড্রাইভার।বাকি দুইজন আসামীকে গ্রেফতার করা জন্য অভিযান চলতেছে জানিয়েছেন, এলাকার সচেতন মহল। নিহত ব্যাক্তির এলাকা উত্তেজনা বিরাজ করতেছে।এবং ঘটনাস্থল কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ও ডিবি  পুলিশ পরিদর্শন করেছেন।
01884-146519.