পূজামণ্ডপ পরিদর্শন করলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২২, ৭:০৬ অপরাহ্ন / ৩৫৬
পূজামণ্ডপ পরিদর্শন করলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম

 

এনামুল হক (মনি)
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজীপুরে দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শন করেছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম। রোববার দিবাগত রাতে উপজেলার গান্ধাইলের সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, হিন্দু এবং মুসলমান আমরা প্রতিবেশি। এখানে তাদের ধর্ম তারা পালন করবে। আমরা সবাই তাদেরকে সহযোগিতা করবো। কোন প্রকার হট্টগোল হলে কঠোর হস্তেদমন করা হবে। বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে সবধরণের সহযোগিতা করা হবে।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, কাজীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন, সম্পাদক খলিলুর রহমান সিরাজী, যুগ্ম সম্পাদক শহিদ সরোয়ার, কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস প্রমূখ।

Bangladesh It Host