পঞ্চগড়ে শীতার্থদের  মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও  বালিয়াডাঙ্গী  উপজেলা জাতীয় পার্টির সভাপতি  নুরুন নাহার বেগম ।


প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২২, ৭:৫৬ অপরাহ্ন / ২২৮
পঞ্চগড়ে শীতার্থদের  মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও  বালিয়াডাঙ্গী  উপজেলা জাতীয় পার্টির সভাপতি  নুরুন নাহার বেগম ।
পঞ্চগড়ে শীতার্থদের  মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও  বালিয়াডাঙ্গী  উপজেলা জাতীয় পার্টির সভাপতি  নুরুন নাহার বেগম ।
মোহাম্মদ মিলন  আকতার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি –
পঞ্চগড়ে   শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন  জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও  বালিয়াডাঙ্গী  উপজেলা জাতীয় পার্টির সভাপতি  নুরুন নাহার বেগম ।এ সময় উপস্থিত ছিলেন  পঞ্চগড় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জাতীয়  পার্টির ভাইস চেয়ারম্যান  জনাব মোঃ আবু সালেহ,  মোহাম্মদ আলম হোসেন সাধারণ সম্পাদক জাতীয় যুব সংহতি বালিয়াডাঙ্গী  উপজেলা শাখা , মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পলাশ সাংগঠনিক সম্পাদক  জাতীয়  যুব সংগতি বালিয়াডাঙ্গী উপজেলা শাখা , মোহাম্মদ মিলন আকতার আহবায়ক জাতীয় ছাত্র সমাজ বালিয়াডাঙ্গী   উপজেলা শাখা প্রমুখ । নুরুন নাহার বেগম বলেন,  বাংলাদেশের উত্তর বঙ্গের জেলা ঠাকুরগাঁও,  দিনাজপুর, পঞ্চগড়ে শীতের ও ঠান্ডা তীব্রতা সব সময় বেশি । এই প্রান্তিক জনগোষ্ঠীর  ঠান্ডা লোঘবের জন্য এই সামান্য উপহার বরাবরই আমার থাকে । আমি আমার মরহুম  পিতা  বদিউজ্জামান চেয়ারম্যান এর মত  জনগণের সেবক হয়ে বাঁচতে চাই ।
জাতীয় পার্টির নেতাকর্মীরা   জনগণের সেবার জন্য আমাকে  অনুপ্রেরণা যোগান ।
এ সময় তিনি আরো বলেন, মরহুম পল্লীবন্ধু হুইসেন মোহাম্মদ এরশাদের হাত ধরেই আমি জাতীয় পার্টিতে এসেছি । মরহুম এরশাদ যেমন দেশের জন্য সব কিছু বিলিয়ে দিয়েছেন আমিও আমার  জায়গা থেকে মানুষের কল্যাণের জন্য  আজীবন কাজ করে যেতে চাই । জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি  আমাকে ঠাকুরগাঁও- ২ আসনে নির্বাচনের জন্য চূড়ান্ত মনোনীত  করেছেন । আমি যদি ঠাকুরগাঁও -২ আসন থেকে নির্বাচিত হতে পারি  নিজের জন্য নয় জনগণের জন্য কিছু করে যেতে পারবো । জনগণের ভালোবাসায় আমার অনুপ্রেরণা । তাই আগামী সংসদ নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে  এটাই যেন এখন জনগণের প্রতিশ্রুতি ।