নীলফামারীর ডোমারে চিলাহাটিতে ট্রেন দুর্ঘটনা। 


প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৩, ৮:১৮ অপরাহ্ন / ৩৮৬
নীলফামারীর ডোমারে চিলাহাটিতে ট্রেন দুর্ঘটনা। 

চিলাহাটিতে ট্রেন দুর্ঘটনা। 
চিলাহাটি প্রতিনিধি –
ডোমারে চিলাহাটিতে রুপসা আন্তঃনগর ট্রেনের সাথে মিতালী এক্সপ্রেসের
পাওয়ারের সংর্ঘষে চালক মাজেদুল ইসলামসহ ৩৫ যাত্রী আহত। আহতদের বিভিন্ন
হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় স্থানীয়রা জানান, চিলাহাটি
ষ্টেশনে দুইজন মাষ্টার থাকার পরও বেশী ভাগ সময় পোটার ও পয়েন্টম্যান দিয়ে ষ্টেশন
পরিচালনার করা হত। সঠিক লাইন ক্লিলিয়ার না পাওয়ায় ও ঘনকুয়াশার কারনে এ
ঘটনাটি ঘটেছে।বুধবার সকাল ৮.৩০ মিনিটে চিলাহাটি রেলষ্টেশন থেকে খুলনার
উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় ১নং আপ পয়েন্টে ৩৭৯ ব্রীজ এলাকায় ডোমার থেকে
ছেড়ে আসা মিতালীর পাওয়ারের সাথে মুখোমুখি এ সংর্ঘষ ঘটে। এতে ৬৫২৬ ও
৬৫২১ দুই পাওয়ার দুমড়ে মুচকে গিয়ে বিকলগ্ন হয়ে পরে। ফলে এই সড়কে ৬ ঘন্ট
রেল যোগাযোগ বন্ধ থাকে। রুপসা আন্তঃনগর ট্রেনের ইনচার্জ গার্ড নুরুল
ইসলাম বলেন, ষ্টেশন মাষ্টারের লাইন ক্লিলিয়ার পেয়ে যাত্রা শুরু করি। ঘনকুয়াশায়
চালক কোন কিছু দেখতে না পাওয়ায় দুর্ঘটনায় পরে। ঘটনার পর থেকে চিলাহাটি
ষ্টেশনের দায়িত্বরত ষ্টেশন মাষ্টার টুটুল চন্দ্র সরকার পালাতক থাকায় তাঁকে পাওয়া
যায়নি।
রবিউল ইসলাম
চিলাহাটি – নীলফামারী