“নীলফামারীর ডিমলায় তিন দেশের জাল দলিল, সীলমোহরসহ জালিয়াতি চত্রুের সদস্য আটক”


প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২২, ৪:১৭ অপরাহ্ন / ৪২০
“নীলফামারীর ডিমলায় তিন দেশের জাল দলিল, সীলমোহরসহ জালিয়াতি চত্রুের সদস্য আটক”
“ডিমলায় তিন দেশের জাল দলিল, সীলমোহরসহ জালিয়াতি চত্রুের সদস্য আটক”
মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা ( নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলায় নকল দেশি বিদেশি স্ট্যাম্প বিক্রয়কারী চক্রের দুইজনকে আটক করেছে ডিমলা থানা পুলিশ। শুক্রবার(১১ই নভেম্বর) ডিমলা থানার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে তারা আটক হন।
আটককৃতদের বিরুদ্ধে ডিমলা থানায় ১২/২৬২,ধারা- ৪২০/৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭২/৩৪ পেনাল কোড ধারায় মামলা রুজু হয়। আটকৃতরা হলেন, উপজেলার সরদার হাট গ্রামের মৃত কছির উদ্দিনের পুত্র মাজেদুল ইসলাম (৫২) এবং উত্তর তিতপাড়া গ্রামের রফিকুল ইসলাম ওরফে ভূট্টু (৫০)। জানা যায়, আটকৃত রফিকুল ইসলাম ওরফে ভূট্টু  উপজেলার বালাপাড়া ও খগা খড়িবাড়ি ইউনিয়নের দায়িত্বে থাকা ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তার সহদর ভাই। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান জানান, ডিমলা উপজেলাসহ অন্যান্য উপজেলার  বিভিন্ন অফিসের উর্দ্ধতন কর্মকর্তাদের নামে নকল সিলমোহর,  ভারত ও পাকিস্তানী আমলের স্ট্যাম্প বিক্রি করছে বলে সংবাদ পাওয়া যায়। পরে ডিমলা থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়েছে । তাদের কাছ থেকে দেশি ১৬৫ টি সিলমোহর এবং ভারত ও  পাকিস্তানের রাজস্ব স্ট্যাম্প উদ্ধার করেছে । তিনি আরো বলেন, জাল দলিল ও নকল স্ট্যাম্প জালিয়াত চক্রের আটক দুইজনসহ অন্যান্য মামলায় আরও চারজনকে গ্রেফতারপূর্বক  বিকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।