নীলফামারীতে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে।


প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২২, ৬:১১ অপরাহ্ন / ৩৬১
নীলফামারীতে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে।
নীলফামারীতে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা আজ রোববার সকাল সাতটার দিকে টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীরা পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভস্মীভূত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওয়েল্ডিং, মুদি দোকান, চা ও হোটেল, কম্পিউটার, মোবাইল, বস্ত্র, টেইলার্সসহ বিভিন্ন দোকান রয়েছে। বাজারের মালিক মোজাম্মেল হোসেন  বলেন, আমার বাবা নূর ইসলামের নামে এই মার্কেটের নামকরণ। সেখানে ১৭টি দোকান ছিল। অধিকাংশ দোকানপাটই ভস্মীভূত হয়েছে। দোকানগুলোতে কোনো কিছু বের করতে পারেনি তারা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন আইনুল হক, মমিনুল ইসলাম, তাপস কুমার রায়, সাইদুল হক, সত্যেন্দ্রনাথ সরকার, রাসেল সরকার, জহুরুল ইসলাম, মিজানুর রহমান, খবির উদ্দিন মোল্লা, বারেক হোসেন ও কাল্টু। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নীলফামারীর উপ-সহকারী পরিচালক এনামুল হক জানান, তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাপস কুমারের টেইলার্স থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মোঃ রউফুল আলম

০১৭৭৪৪০৭৬৬৬

তারিখঃ ২৩/১০/২২

Bangladesh It Host