নিপ্পন পেইন্টের ময়মনসিংহ ডিপো উদ্বোধন করা হয়েছে। 


প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২২, ৮:৩৩ অপরাহ্ন / ২৮৭
নিপ্পন পেইন্টের ময়মনসিংহ ডিপো উদ্বোধন করা হয়েছে। 
নিপ্পন পেইন্টের ময়মনসিংহ ডিপো উদ্বোধন করা হয়েছে। 
মাহাবুবুল আলম সোহাগ, ময়মনসিংহ –
ময়মনসিংহে ব‍্যবসা প্রসারের জন‍্য বিশ্বের শীর্ষ স্থানীয় পেইন্ট ব্রান্ড নিপ্পন পেইন্টের ময়মনসিংহ ডিপোর উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর মাসকান্দায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে ডিপোর উদ্বোধন করেন গ্রুপ জি.এম চেন লি সিয়ং। নিপ্পন পেইন্ট বাংলাদেশের ইভেন্ট এমসি এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ আনিকা আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সেলস এন্ড মার্কেটিং বিভাগের এ.জি.এম রাজেশ সরকার, হেড অব প্ল্যান্ট অপারেশন অরুন মিত্র, হেড অব ফাইন্যান্স সালাউদ্দিন মাহমুদ, হেড অব সেলস (এডমিন) মেজবাহ উদ্দীন, হেড অব এইচ আর এন্ড এডমিন খালিদ আহমেদ সিদ্দিকী, ময়মনসিংহের সেলস ম্যানেজার মানব কুমার সাহাসহ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- বৃহত্তর ময়মনসিংহের নিপ্পন পেইন্টের ডিলার, রিটেইলার, বিক্রয় প্রতিনিধিসহ নিপ্পন পেইন্টের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
গৌরীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আব্দুর রউফ দুদু গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবনের  সভাকক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) মোঃ রেজাউল করিম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও ময়মনসিংহ  জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা,  পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, মাওহা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আল ফারুক, কাউন্সিলর সাদেক প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।  জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আতিকুর রহমান  নিরাপদ খাদ্যের ব্যাপারে বিভিন্ন ধরনের আলোচনা তুলে ধরেন এবং খাদ্য নিরাপদ রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। অতিথিবৃন্দ নিরাপদ খাদ্যের ব্যাপারে সবাইকে আরো সচেতন হওয়া ও এবং জনগণকে সচেতন করে তোলার আহ্বান জানান।

Bangladesh It Host