নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শোক দিবস উদযাপন হয়। 


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৩, ৮:৩১ অপরাহ্ন / ২২০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শোক দিবস উদযাপন হয়। 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শোক দিবস উদযাপন হয়। 

রূপগঞ্জ, (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ,
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, রাজনৈতিক দল, সামাজিক,
সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা
কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে
পুস্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি, জাতীয় পতাকা
অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন ও আলোচনা সভা। রূপগঞ্জ
উপজেলা হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক।
সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর
প্রতীক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান
ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, উপজেলা
মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা
আমানউল্লাহ, আওয়ামীলীগ নেতা মোঃ মশিউর রহমান তারেক,
আব্দুল আজিজ, ওবায়দুল মজিদ জুয়েল, হাফিজুর রহমান সজিব,
মাছুম চৌধুরী অপু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক শীলা রাণী পাল, উপজেলা যুব মহিলালীগের সভাপতি
ফেরদৌসী আক্তার, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ
মোমেন ও সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন প্রমুখ।
পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া
মাহফিল অনুষ্ঠিত হয়।


নারায়ণগঞ্জের  রূপগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শোক দিবস উদযাপন হয়। রূপগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরা হলো না এসএসসি পরীক্ষার্থীর। 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শোক দিবসে শহীদ মিনারে ফুল
দিয়ে বাড়ি ফেরা হলো না এসএসসি পরীক্ষার্থী আতিকুল
ইসলামের (১৬)। সে রূপগঞ্জ উপজেলা কমপ্লেক্সের শহীদ মিনারে ফুল
দিয়ে গত ২০ ফেব্রুয়ারি সোমবার রাত ১টায় মোটর সাইকেলে
বাড়ি ফেরার পথে রূপগঞ্জ খেয়া ঘাটের অদূরে সড়ক দুর্ঘটনার কবলে
পড়ে। তাকে উদ্ধার করে আশিয়ান মেডিকেল কলেজ হাসাপাতালে
নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন।
সে রূপগঞ্জের বাগবের এলাকার কর্ডোভা উচ্চ বিদ্যালয়ের
এবারের এসএসসি পরীক্ষার্থী। তার বাড়ি রূপগঞ্জ ইউনিয়নের
মুশরী এলাকায়। তার পিতার নাম আব্দুল মান্নান।
তাং-২১-০২-২০২৩ইং
মোঃ শাহিন
রূপগঞ্জ, (নারায়ণগঞ্জ) প্রতিনিধি