নানা বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশু অপূর্বের


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২২, ৫:২৫ অপরাহ্ন / ৩১০
নানা বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশু অপূর্বের

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নানার বাড়িতে খেলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে শিশু অপূর্ব (৯) নামে এক শিশুর।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী ৬নং ওয়ার্ডে নানার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত অপূর্ব হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে মমিনুর ইসলামের পুত্র।

জানা গেছে, সকালে ঘরের ভিতরে খেলতে গিয়ে হঠাৎ একটি ইলেকট্রিক সকেটের ভিতরে হাত দেয়। এ সময় গুরুত্বর আহত হলে তাকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংগীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আল আসফা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগে শিশুটির মৃত্যু হয়েছে।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ তার পরিবারকে হস্তান্তর করা হয়েছে।