নাটোরের গুরুদাসপুরে কয়েল ফ্যাক্টরিতে আগুন, প্রায় ৫ লাখ টাকার ক্ষতি।
মোঃ সোহাগ আরেফিন গুরুদাসপুর, (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে ড্যানিয়েল এগ্রোকেমিক্যাল নামের এক কয়েল তৈরির ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার বিশ্বরোড সংলগ্ন ওই ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুপুর ১টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে ফ্যাক্টরীর কর্মচারীদের সহায়তায় দেড় ঘন্টা সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনি। অগ্নিকান্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কারখানায় আগুনের সূত্রপাত এখনও নিপুন করা সম্ভব না হলেও কয়েল হিটার থেকেই এই আগুন ধরতে পারে বলে প্রাথমিক ধারনা করা হয়েছে।কারখানার সংশ্লিষ্টরা জানান, প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তারা।