“নাগরিকদের তথ্য প্রদান নিশ্চিত করতে হবে: ডিসি মোস্তাফিজার রহমান।”


প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২২, ৬:২৯ অপরাহ্ন / ৪৭৬
“নাগরিকদের তথ্য প্রদান নিশ্চিত করতে হবে: ডিসি মোস্তাফিজার রহমান।”
“নাগরিকদের তথ্য প্রদান নিশ্চিত করতে হবে: ডিসি মোস্তাফিজার রহমান।”
মাহাবুবুল আলম সোহাগ ময়মনসিংহ –
ময়মনসিংহে সদ‍্য যোগদানকৃত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান বলেছেন, দুর্নীতি রুখতে হলে নাগরিকদের সঠিক তথ্য দিতে হবে। তথ্যই শক্তি, জানবো, জানাবো, দুর্নীতি রুখবো। সঠিক তথ্য প্রাপ্তি নাগরিকদের সাংবিধানিক অধিকার। তথ্য আইনে নাগরিকদের তথ্য প্রদান করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তিনি নাগরিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা তথ্যের জন্য আমার কাছে আসুন। আমি রাষ্ট্রের একজন সেবক হিসেবে আপনাদের তথ্য প্রদান নিশ্চিত করব। সে ক্ষেত্রে আপনারা সকলেই আমাকে সহযোগিতা করবেন। সোমবার (৫ ডিসেম্বর)  সকালে নগরীর জিমনেসিয়াম প্রাঙ্গনে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে দুই দিনব্যাপী তথ‍্য মেলার উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে ও সচেতন নাগরিক কমিটির সদস‍্য রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শফিকুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহা: আবুল হোসেন, জেলা রেজিস্টার মো. মোহছেন মিয়া, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার প্রমুখ। এছাড়াও অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর-সিভিক এনগেজমেন্ট মুহাম্মদ হাবিবুর রহমান হাবিব। এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিসার মাকসুদা খাতুন, সমাজসেবা কর্মকর্তা মোছা: রোকসানা খাতুন, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা মোঃ আইনুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু ইউসুফ খান, দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মাইজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম এ হাসান, দাপোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামান, সহকারী শিক্ষক মোহাম্মদ আখতার হোসেন আকন্দ, বন বিভাগের প্রতিনিধি মাজহারুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির নেতা আহসান উদ দৌলা পাহালোয়ানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। মেলায় ৩৮ টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অংশ গ্রহন করেছে। মেলাটি প্রতিদিন সকাল ১০টা হতে সন্ধ্যা ৭ টা পযর্ন্ত চলবে।
কোভিড ১৯ ১ম, ২য় ও বুস্টার ডোজ টিকা প্রদানে মসিকের বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে।
মাহাবুবুল আলম সোহাগ ময়মনসিংহ –
ময়মনসিংহ সিটি কর্পোরেশন ৩৩ টি ওয়ার্ড কার্যালয়ে একযোগে সোমবার (৫ ডিসেম্বর)  থেকে কোভিড ১৯ এর বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। ১৮ ঊর্ধ্ব নাগরিকদের ১ম, ২য় বা ৩য় ডোজ প্রদানে পরিচালিত এ কার্যক্রম আগামী ০৬ ও ০৭ ডিসেম্বরও একই স্থানে সকাল ০৯ টা থেকে বেলা ০২ টা পর্যন্ত পরিচালিত হবে৷ মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় কাউন্সিলরবৃন্দের সহযোগিতায় এ ক্যাম্পেইন বাস্তবায়ন করছে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ।
এ প্রসঙ্গে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ জানান, কোভিড ১৯ থেকে নাগরিকদের সুরক্ষায় সারাদেশের মত ময়মনসিংহ সিটি কর্পোরেশনেও ক্যাম্পেইন  পরিচালিত হচ্ছে। মাননীয় মেয়রের নেতৃত্বে কোভিড ১৯ টিকাদানে সাফল্য অর্জন করেছে। এ ক্যাম্পেইনে ১৮ ঊর্ধ্ব যারা নতুন টিকা প্রাপ্তির যোগ্য হয়েছেন বা যারা বাদ পড়েছেন বা এখনো টিকা নিতে পারেননি তাদেরকে টিকার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে।
আজ প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিভিন্ন ওয়ার্ডে টিকা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় মেডিকেল অফিসার ডাঃ আসমাউল ইসলাম রূম্পা, ডাঃ ফাহমিদা ইসলাম লিমা, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।